জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তিনি দুরন্ত অভিনেতা। রুপোলি পর্দা থেকে ওটিটি, হিন্দি থেকে বাংলা, তাঁর অভিনয় বহু বছর ধরেই দর্শকের মন জিতে নিয়েছেন। কিন্তু এরই পাশাপাশি রাগবি খেলাতেও তিনি জাতীয় তারকা। আমরা রাহুল বোসের (Rahul Bose) কথা বলছি। এহেন 'রাগবি ইন্ডিয়া'-র (Rugby India) সভাপতি রাহুল বোসের নামে এবার স্টেডিয়াম গড়ে তোলা হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফ্যানদের এই সুখবর রাহুল নিজেই দিয়েছেন। টুইটারে লিখেছেন, ‘সমস্ত খেলোয়াড় ও প্রশাসকদের কাঁধের উপরেই আমি দাঁড়িয়ে রয়েছি, যাঁদের পরিশ্রম দেশের প্রতিটি মাঠের মাটিতে লেখা রয়েছে।’ 



আরও পড়ুন: ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই ফাইনাল, ভারত বনাম পাকিস্তান 'মাদার অফ অল ব্যাটল' আয়োজিত হবে কোথায়?


আরও পড়ুন: Sourav Ganguly: টিম ইন্ডিয়ার কোন তারকাকে টেস্ট ক্রিকেটে দেখতে চান মহারাজ? জেনে নিন


গত বছরই ওড়িশা প্রশাসন ও কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি তথা কেআইআইটির সঙ্গে জোট বাঁধে ভারতীয় রাগবির সঙ্গে। রাহুলের মতে, এই কেআইআইটিই এখন ভারতীয় রাগবির ‘ঘর’। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)