নিজস্ব প্রতিবেদন : টেস্ট ক্রিকেটে তিনিই একমাত্র ৮০০ উইকেটের মালিক। শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণের বর্ণময় কেরিয়ার এবার জায়গা পাচ্ছে রূপোলি পর্দায়। আসছে মুরলীধরণের বায়োপিক। এম এস ধোনি, মেরি কম, মিলখা সিংয়ের মতো ক্রীড়াব্যক্তিত্বদের পর এবার আসছে মুরলীর বায়োপিক। জানা যাচ্ছে, মুরলীর এই বায়োপিকে একটি ছোট্ট অংশে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। এছাড়া শ্রীলঙ্কার একাধিক কিংবদন্তি ক্রিকেটারের প্রসঙ্গও থাকবে এই বায়োপিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ৩-০! ঘরের মাঠে পেয়ে বাংলাদেশকে চুনকাম করে ছাড়ল শ্রীলঙ্কা



অর্জুন রনতুঙ্গা, সনৎ জয়সূর্য, অরবিন্দ ডি সিলভা, রোশন মাহানামার মতো প্রাক্তনদের দেখা যাবে মুরলীর বায়োপিকে। এখনও পর্যন্ত যা খবর তাতে মুরীলর বায়োপিকের নাম- ৮০০। মুরলীর ভূমিকায় দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিকে। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে আরেক বায়োপিক ৮৩। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের লড়াই অবলম্বনে তৈরি হয়েছে ৮৩। সেই ছবিতে কপিল দেবের ভূমিকা প্রাধান্য পাবে। কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। ইতিমধ্যে সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।


আরও পড়ুন-  কোচ নির্বাচনে ক্যাপ্টেন কোহলি পছন্দের কথা জানাতেই পারে, বললেন সৌরভ গাঙ্গুলি


তেলেগু অভিনেতা রানা ডাগ্গুবাটি মুরলীর বায়োপিকের সহকারী প্রযোজক হিসাবে কাজ করেছেন। খেলাধূলার প্রতি রানা ডাগ্গুবাটির আগ্রহ অনেকেরই জানা। একাধিকবার প্রো কবাডি লিগের আসরে তাঁকে দেখা গিয়েছে। সময় পেলে ক্রিকেট মাঠেও যান বাহুবলীর বল্লালদেব। রানা নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে এই ছবি প্রযোজনা করবেন। পরিচালক এমএস শ্রীপথি। মুরলীর ক্রিকেট কেরিয়ার ছাড়াও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে এই বায়োপিকে।