Adelaide-এ ভারতের টেস্ট ইতিহাসে আজ কালো দিন ; ফিরে দেখা লজ্জার দিনগুলি
ভারতের এদিনের ৩৬ রান ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের তালিকায় যুগ্মভাবে পঞ্চম স্থানে আছে।
নিজস্ব প্রতিবেদন- ১৯ শে ডিসেম্বর, ২০২০ ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম কালো দিন হয়ে থেকে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। যদিও শেষে মহম্মদ শামি আহত হয়ে মাঠ ছাড়েন। এটিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অল আউট হয় ভারত।
দেখে নেওয়া যাক টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোরগুলির তালিকা:
ভারতের এদিনের ৩৬ রান ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের তালিকায় যুগ্মভাবে পঞ্চম স্থানে আছে। অ্যাডিলেডের মাঠে সর্বনিম্ন রান এটিই। ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার কোনো দলের ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্কের রানে পৌছতে পারলেন না। টেস্টে এক ইনিংসে সবথেকে কম রানের রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৬ রানে অল আউট হয় কিউয়িরা। এছাড়া দঃ-আফ্রিকা দু’বার ৩০ রানে ও একবার ৩৫ রানে অল আউট হয়।