নিজস্ব প্রতিবেদন : আর তো মাত্র কয়েকটা দিন। এখনই তো এমন উন্মাদনা হওয়ার কথা। বিশেষ করে বিশ্বকাপে অংশ নেওয়া দেশের সমর্থকদের মধ্যে উত্সাহ, উদ্দীপনার শেষ নেই। এরই মধ্যে প্রিয় দলের সমর্থনে সমর্থকরা অদ্ভুত সব কাণ্ড করছেন। এবার তেমনই একখানা কাণ্ড করলেন এক আফগান সমর্থক। বিশ্বকাপ শুরুর আগে ট্রফি বানালেন তিনি। তাও আবার ঘাস দিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  গম্ভীর 'নেতিবাচক','হতাশাগ্রস্থ'! নিরপত্তাহীনতায় ভোগেন, বললেন প্যাডি আপটন



যুদ্ধবিধ্বস্ত দেশএ এখন ক্রিকেটের জয়জয়কার। ব্যাট, বলে নতুন স্বপ্ন দেখছেন আফগানরা। তাঁদের দেশের ক্রিকেটাররা এখন বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেন। রশিদ খান, মহম্মদ নবিরা বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। সেই আফগানিস্তান এবার খেলবে বিশ্বকাপে। নতুন দল। অভিজ্ঞতা কম। কিন্তু লড়াই করার জেদে কোনও খামতি নেই। 


আরও পড়ুন-  দু'বছরের কারাদণ্ড নেস ওয়াদিয়ার! আইপিএল থেকে নির্বাসিত হতে চলেছে প্রীতির দল?


ক্রিকেটের প্রতি ভালোবাসারও কোনও কমতি নেই। আফগানিস্তানের ক্রিকেট সমর্থকরা তাই বিশ্বকাপে নতুন আশা দেখছেন। ক্রিকেট ও বিশ্বকাপের প্রতি নিজের ভালবাসা জাহির করতে তাই তিনি বানালেন ঘাসের বিশ্বকাপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই সমর্থকের বানানো ট্রফির ছবি পোস্ট করল। ছবির ক্যাপশনে আইসিসি লিখেছে, এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আফগানিস্তানের এক সমর্থক শুধু ঘাস দিয়ে এই দারুণ বিশ্বকাপ ট্রফি বানিয়েছেন। তাঁকে খুঁজে পেলে আমাদের খুব ভাল লাগবে।