নিজস্ব প্রতিবেদন:  রবিবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বিশ্বরেকর্ডের দোড়গোড়ায় দাঁড়িয়ে ছিল আফগানিস্তান। বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে হারাতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়ার হাতছানি ছিল রশিদ খানের দলের সামনে। মিরপুরে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে সেই বিশ্বরেকর্ড গড়ল আফগানরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শনিবার জিম্বাবোয়েকে ২৮ রানে হারায় আফগানিস্তান। আর এই জয়ের ফলে টানা ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়ের নজির গড়ে আফগানিস্তান। ২০১৮-১৯ সালে গড়া এই নজির আফগানরা আগেও করেছিল ২০১৬-১৭ মরশুমে। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ১১টা ম্যাচ জয়ের নজির একমাত্র আফগানদেরই আছে। শনিবার জিম্বাবোয়েকে হারিয়ে নিজেরাই নিজেদের নজির স্পর্শ করে আফগানিস্তান।


আরও পড়ুন - IND vs SA: বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ


রবিবার মিরপুরে ব্যাট হাতে মহম্মদ নবির অপরাজিত ৮৪ রান আর বল হাতে মুজির উর রহমানের ৪ উইকেট বাংলাদেশকে ২৫ রানে হারাতে বড় ভূমিকা নেয়। সাকিবদের হারিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল আফগানিস্তান।