নিজস্ব প্রতিবেদন :  অনন্য নজির গড়লেন আফগান স্পিনার রশিদ খান। রবিবার হারারেতে এক বলে দুই রেকর্ড গড়লেন তিনি। একদিনের ক্রিকেটে দ্রুততম এবং সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট তুলে নিলেন তিনি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিন আগেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সাকলিন মুস্তাককে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। রবিবার এক ঢিলে দুই পাখি মারলেন রশিদ। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা পর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারারেতে সাই হোপকে আউট করতেই ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।


আরও পড়ুন- পথ দুর্ঘটনায় আহত মহম্মদ শামি, মাথায় চোট


৪৪তম একদিনের ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। বিশ্ব ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নিলেন রশিদ। ৫২টি ম্যাচে ১০০ উইকেট নেওয়া অজি পেসার মিচেল স্টার্কের থেকে আট ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়লেন আফগান স্পিনার। শুধু তাই নয়, সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে শততম উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন রশিদ। ১৯ বছর ১৮৬ দিন বয়সেই সেঞ্চুরির মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি।