ওয়েব ডেস্ক: শেষবেলায় 'আনবিটেন' ওয়েস্টিন্ডিজকে আটকে দিল আফগানিস্থান। মনে রাখার মতো ইনিংস খেলে আফগনদের অবিশবাস্য জয় এনে দিলেন নাজিবুল্লা জারদান।


শুক্রবার নাগপুরেই প্রথম দেখা। এর আগে কখনও টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হয়নি আফগানিস্থান ও ওয়েস্টিন্ডিজ। প্রথম সাক্ষাতেই ক্যারিবিয়ানদের ধাক্কা দিল আফগানিস্থান। টসে জিতে আফগানদের ব্যট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। গেইলদের সামনে তারা ১২৩ রানের টার্গেট খাড়া করে । কিন্তু এই রান তাড়া করতে গিয়ে ১১৭ রানেই আটকে যায় গেইল অ্যান্ড কোম্পানি। আফগানিস্তানের এই জয়ের কোনও প্রভাব পয়েন্ট টবলে না পড়লেও গেইলের মনে পড়েছে। নাজিবুল্লা জারদানের ৪৮ রানের যে ইনিংস তাদের বিশ্বকাপের একমাত্র জয় এনে দিয়েছে, সেই ইনিংসের খুশিতে ম্যাচ শেষে আফগানের 'সেলিব্রেশন'-এ যোগ দেন ক্রিশ গেইল। মোহালিতে ভারতের দুরন্ত জয়ের পর ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনালে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ ভারত।