ওয়েব ডেস্ক: টি২০ বিশ্বকাপে একের পর এক বিপর্যস্ত হারের পর বিদায় নিয়ে দেশে ফিরল পাকিস্তান দল। কিন্তু সূত্রের খবর দেশে না ফিরে আরও দুটো দিন দুবাইতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শাহিদ আফ্রিদি। আকমল, শার্জিলরা দেশে ফিরে কেউ করাচি, কেউ লাহোরে গিয়েছেন। শুধু আফ্রিদিই ঘরে ফিরলেন না। কিন্তু কেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনেকেই বলছেন, দেশজুড়ে বিক্ষোভ থিতিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন বুম বুম। কারণ একে তো তাঁর খারাপ পারফরম্যান্স, তার ওপর তিনি দলের নেতা। তবে সবচেয়ে বড় কথা ইডেন সাংবাদিক সম্মেলনে এসে আফ্রিদি বলেছিলেন, ভারতে তিনি যতটা ভালবাসা পেয়েছেন, তা পাকিস্তানেও পাননি। এরপর এই কথা নিয়ে তুমুল বিতর্ক হয়।


অনেকেই ভেবেছিলেন টি২০ বিশ্বকাপের পর ৩৬ বছরের আফ্রিদি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করবেন। কিন্তু সেটা না করে আফ্রিদি বলেছিলেন, তিনি দেশে ফিরে চার পাঁচদিন পর নিজের সিদ্ধান্ত জানাবেন। তবে তিনি যে আর নেতৃত্ব দিতে চান না সেটা আগেই জানিয়ে দিয়েছেন। অবশ্য এত বড় ব্যর্থতার পর অধিনায়ক থাকার আর প্রশ্নও নেই।