নিজস্ব প্রতিবেদন :  ২০১৯ সালের ডিসেম্বর মাসে কলকাতায় আইপিএল-এর নিলামে মাত্র কুড়ি লক্ষ টাকা দিয়ে ৪৮ বছরের প্রবীন তাম্বেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই প্রবীন তাম্বেকে ক্রিকেটার হিসেবে দলে নিলেও তিনি হয়ে গেলেন কেকেআর-এর কোচিং স্টাফ। কিন্তু প্রবীণ তাম্বের ক্ষেত্রে কেন এই ধরনের সিদ্ধান্ত নিল নাইট ম্যানেজমেন্ট?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৮ সালে টি-টেন লিগে খেলেছিলেন প্রবীন তাম্বে। আর তাতেই সমস্যা পড়ে যান প্রবীন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী কোনও ভারতীয় ক্রিকেটার সরকারিভাবে অবসর ঘোষণার আগে পর্যন্ত কোন বিদেশি লিগে খেলতে পারবেন না। এদিকে অবসর নেওয়ার আগেই বিদেশি লিগে খেলেছিলেন তাম্বে। তাই কিছুটা বাধ্য হয়েই নিয়মের গেঁড়োয় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে।


 


কিছুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন প্রবীন তাম্বে। ৪৮ বছরেও বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন সিপিএল-এ। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এবার সিপিএল-এ মোট তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু আমিরশাহিতে কেকেআর-এর হয়ে খেলতে এসে শেষ পর্যন্ত কোচিং স্টাফ হতে হল ৪৮ বছরের স্পিনারকে। কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর বিষয়টি নিশ্চিত করেছেন।


 


আরও পড়ুন - IPL 2020: আমিরশাহি আইপিএল-এর সব আপডেট পেয়ে যাবেন Whatsapp-এ!