নিজস্ব প্রতিবেদন :  ক্যারিবিয়ান সফরে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। শেষ ম্যাচে দলে রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দুটো ম্যাচে যারা মাঠে নামার সুযোগ পাননি সেক্ষেত্রে তাঁদের শেষ ম্যাচে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ফ্লোরিডায় প্রথম ম্যাচটি ৪ উইকেটে জেতার পর রবিবার ডাকওয়ার্থ লুইস নিয়মে ২২ রানে দ্বিতীয় ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় ম্যাচ জেতার পরই ক্যাপ্টেন কোহলি ইঙ্গিত দেন, শেষ ম্যাচে দলে বদল হবে। প্রথম দুটো ম্যাচে যাঁরা ডাগআউটে ছিলেন তাঁদের মাঠে নামতে দেখা যাবে।


আরও পড়ুন - ডাকওয়ার্থ লুইস নিয়মে দ্বিতীয় ম্যাচে জয়! টি-টোয়েন্টি সিরিজ টিম ইন্ডিয়ার


সিরিজ জেতার পর বিরাট কোহলি বলেন, "জয়ই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। সিরিজ জেতার পর নতুন কয়েকজনকে সুযোগ দেওয়া যাবে। আমাদের পরিকল্পনা আগে জিততে হবে। আর প্রথম দুটো ম্যাচ জিতে যাওয়ায় এই সুযোগটা এসে গিয়েছে।" মঙ্গলবার গায়ানাতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রেয়স আইয়ার, দীপক চাহার এবং রাহুল চাহারের খেলার সম্ভাবনা থাকছে।