ফের বিশ্বকাপের যোগ্যতা পর্বে সুনীলদের ম্যাচ পেল যুবভারতী
২০১৯ সালে ১৫ অক্টোবর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছিল কলকাতায়।
নিজস্ব প্রতিবেদন: ফের কলকাতায় খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীদের। ভারত-আফগানিস্তান বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ সংগঠনের দায়িত্ব পেল যুবভারতী ক্রীড়াঙ্গন।
২০১৯ সালে ১৫ অক্টোবর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছিল কলকাতায়। সেই ম্যাচে হাউসফুল যুবভারতী দেখার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) কাছে ফের ম্যাচ সংগঠনের আর্জি জানিয়েছিল আইএফএ (IFA)। ২৬ মার্চ ভারত-কাতার ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিল বাংলার ফুটবল সংস্থা। তবে সেই ম্যাচ ভুবনেশ্বরে হচ্ছে।
তাই ভারত-আফগানিস্তান ম্যাচ যুবভারতীতে আয়োজন করার অনুমোদন দিল ফেডারেশন। ৯ জুন জাতীয় দলের জার্সিতে যুবভারতীতে নামবেন সুনীল ছেত্রী, গুরপ্রিত সিংরা।
আরও পড়ুন - রিয়ালে ফিরলেন রোনাল্ডো! মেসিদের হার দেখলেন মাঠে বসে