নিজস্ব প্রতিবেদন : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির পদ হারালেন প্রফুল্ল প্যাটেল। মঙ্গলবার তাঁকে অপসারিত করল দিল্লি হাইকোর্ট। আগামী পাঁচ মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে ফেডারেশনকে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদালত সাফ জানিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়ানীতি মেনেই সভাপতি নির্বাচন করতে হবে। প্রফুল প্যাটেলের নির্বাচনের ক্ষেত্রে ওই নীতি মানা হয়নি। ‌আগামী পাঁচ মাস এআইএফএফ এর সভাপতির দায়িত্ব পালন করবেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশি।


উল্লেখ্য, গত ডিসেম্বরে ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রফুল প্যাটেল। কিন্তু সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। মঙ্গলবার সেই মামলার রায় দিল বিচারপতি রবীন্দ্র ভাট ও বিচারপতি নাজমি ওয়াজিরির বেঞ্চ।


আরও পড়ুন- প্রাক শীত পর্বে বাংলা, আশার বাণী হাওয়া অফিসের