নিজস্ব প্রতিবেদন: দুরন্ত পারফরম্যান্সের পর ফের ডেভিস কাপ দলে ফিরলেন অভিজ্ঞ লিয়েন্ডার পেজ। আগামী মাসে এশিয়া-ওশিয়ানিয়া পর্যায়ে গ্রুপের প্রথম ম্যাচ চিনের বিরুদ্ধে রবিবার দল ঘোষনা করল অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ছুটিতে আলিশান ফ্ল্যাটে সুখী সংসার 'বীরুষ্কা'র


পাঁচ সদস্যের নির্বাচক কমিটি বিশ্রাম চাওয়া রোহন বোপান্নাকেও দলে রাখলেন। লিয়েন্ডার পেজ, রোহন বোপান্নার সঙ্গে দলে রয়েছেন- ইয়ুকি ভামরি,সুমিত নাগাল,রামকুমার রামানাথন। দিভিজ শরনকেও দলে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। মহেশ ভূপতি-লিয়েন্ডার পেজ সম্পর্কের তিক্ততা এবার রোহন বোপান্না-লিয়েন্ডারের মধ্যেও ফাটল তৈরি করেছে সেটাও এবার প্রকাশ্যে চলে এল।  



সর্বভারতীয় টেনিস সংস্থা সূত্রে খবর, নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি আগেই নির্বাচক কমিটির চেয়ারম্যানকে চিঠিতে লিখেছিলেন, রোহন বোপান্না চিনের বিরুদ্ধে ডেভিস কাপে বিশ্রাম চান কারণ, বিশ্বরেকর্ড গড়ার সুযোগ লিয়েন্ডারকে রোহন দিতে চান। এদিকে কোর্টে দু'জনের বোঝাপড়া ভাল নয়, তাই লিয়েন্ডারের সঙ্গে খেলতে রাজি নন বোপান্না।


আরও পড়ুন- ইংল্যান্ড সফরে আগে টি-টোয়েন্টি পরে টেস্ট!


নির্বাচকরা অবশ্য রোহন বোপান্নার দাবি মেনে নেয়নি।য বিশেষ করে উজবেকিস্তানের বিরুদ্ধে টাই জিতলেও প্লে-অফের ডাবলস ম্যাচে হার নির্বাচকরা একেবারেই ভালোভাবে নেননি। তাই কোর্টে এবার লি-র সঙ্গে খেলার বিষয়টিও বোপান্নার কোর্টে বল ঠেলে দিলেন এআইটিএ নির্বাচকরা।   


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়