Wrestlers Protest At Jantar Mantar: দিল্লিতে কুস্তিগিরদের ধর্নামঞ্চে অপরূপা-দোলা, পূর্ণ সমর্থনের আশ্বাস তৃণমূলের
AITMC send delegation team to meet Protesting Wrestlers At Jantar Mantar: সবার আগে দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের কাছে পৌঁছে গেল তৃণমূল। অপরূপা পোদ্দার ও দোলা সেন পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে এলেন বজরংদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের রাজধানীতে বিরল দৃশ্য়। যাঁরা দেশকে বিশ্বমঞ্চে পদক এনে দেন, তাঁরাই আজ দেশের কাছে ন্যায়বিচার চাইছেন। তিন মাস পর ফের দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও সাক্ষী মালিকের (Sakshi Malik) মতো ভারতের (India) একাধিক নামী কুস্তিগিররা। তাঁদের দাবি একটাই। গ্রেফতার করতে হবে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan)। রাজধানীর রাস্তায় বসে ভিনেশ-সাক্ষীরা চোখের জল ফেলছেন। তা দেখে চুপ করে বসে থাকতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালে ট্যুইট করেই সাক্ষীদের পাশে দাঁড়িয়েছেন মমতা। আর এদিন বিকেলেই তিনি ধর্নামঞ্চে পাঠিয়ে দিলেন তৃণমূলের দুই সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) ও দোলা সেনকে (Dola Sen)। বজরংদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে এসেছেন তাঁরা।
মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লিখেছিলেন, 'আমাদের সকলের উচিত প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়ানো। তাঁরা সকলে একই কণ্ঠে কথা বলছেন। আমাদের ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। তাঁরা চ্যাম্পিয়ন। রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচারকে প্রাধান্য দিতে হবে। সত্যের জয় হবেই'। শুধু মমতাই নন, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সোশ্যাল মিডিয়া আহ্বায়ক ওয়াই সতীশ রেড্ডিও ট্যুইট করেছিলেন কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে। আম আদমি পার্টিরও সমর্থন পেয়েছেন কুস্তিগিররা। বাম সংগঠনগুলির সমর্থনও রয়েছে কুস্তিগিরদের সঙ্গে। অপ্রাপ্তবয়স্ক সহ কুস্তিগীরদের পক্ষে ৩২ ধারার অধীনে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল ব্রিজ ভূষণের বিরুদ্ধে। দিল্লি পুলিশ কমিশনারকে ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন করা হয়েছিল। পিটিশনে অভিযোগ করা হয় যে, ডব্লিউএফআই সভাপতির বিরুদ্ধে এফআইআর নিবন্ধনের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দেরি হয়েছে। এমনকি ব্রিজ ভূষণের বিরুদ্ধে শুধুই যৌন হেনস্থা নয়, পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনেও অভিযোগ রয়েছে। কুস্তিগিররা এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। জানা যাচ্ছে সুপ্রিম রায়ে এবার কুস্তিগিরদের এফআইআর জমা নেবে দিল্লি পুলিস।