শ্রীলঙ্কা সফরের আগে কী বললেন অজিঙ্কা রাহানে, জানুন
ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। ভারতীয় দলের নতুন কোচও নির্বাচিত হয়ে গিয়েছে। ফের রবি শাস্ত্রীর হাতেই তুলে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব। আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর। অর্জুন রনতুঙ্গার দেশে গিয়ে তিনটে টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। আর এই সফরকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ভারতীয় দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।
আরও পড়ুন নিউইয়র্কে ঘুরতে ঘুরতে ফের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন বিরাট
তিনি বলেছেন, 'গত মরশুমটা আমাদের দারুণ গেল। ১৩টি টেস্ট খেলেছি আমরা গত মরশুমে। যাতে আমাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ভাল ছিল। স্পিনারদের পারফরম্যান্স ভাল ছিল। আর অবশ্যই বলতে হবে আমাদের ফার্স্ট বোলারদের কথা। ওরা সবাই দুর্দান্ত বল করেছে। এই মরশুমে আমরা প্রথমে শ্রীলঙ্কায় যাচ্ছি খেলতে। তারপর উড়ে যাব দক্ষিণ আফ্রিকায়। আর দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পর আমরা যাব ইংল্যান্ডে খেলতে। অর্থাত্, দেশের মাটিতে সফল হওয়ার পর আমাদের বিদেশের মাটিতেও সফল হতে হবে। শ্রীলঙ্কাকে আমরা মোটেই হালকাভাবে নিচ্ছি না। ওরা ভাল দল।' ধোনি এবং বিরাটের সমীকরন নিয়েও কথা বলেছেন রাহানে। তিনি বলেছেন, 'আমরা সবাই ভাগ্যবান যে, আমাদের দলে ধোনির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। মাঠে যেকোনও কঠিন পরিস্থিতিতে বিরাট, ধোনির কাছ থেকে পরামর্শ নেয়। এতে উপকৃত হয় ভারতীয় দলই।'
আরও পড়ুন আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারতের মহিলা ক্রিকেট দলের