জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! মুম্বইয়ের ওয়াংখেড়েতে ছিল সিরিজের শেষ টেস্ট। আর খেলা শেষ হতেই মাঠে এমন ছবি ফুটে উঠল, যা নিয়ে বিস্তর চর্চা চলছে নেটপাড়ায়। বলা যায় ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়েছে... এখনও তা ঘুরছে নেটপাড়ায়...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পূর্বসূরিদের থেকেও অনেক বেশি 'ক্ষমতা', তবে অগ্নিপরীক্ষায় অকৃতকার্য হলেই গম্ভীরকে...


জাতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) ও জাতীয় দলের হেডমাস্টার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দীর্ঘক্ষণ বাউন্ডারি লাইনের ধারে কথা বলতে দেখা গিয়েছে, তাঁদের সঙ্গে ছিলেন সহকারি কোচ অভিষেক নায়ারও (Abhishek Nayar) যেহেতু ভিডিয়োর কোনও শব্দ রেকর্ড হয়নি, সেহেতু বলা সম্ভব নয় যে, ঠিক কী নিয়ে গম্ভীর-আগরকর কথা বলছিলেন, তবে তাঁদের আলোচনা যে মোটেই লঘু ছিল না, তা তাঁদের অভিব্য়ক্তি থেকেই বোঝা গিয়েছে। 


ভারতের চরম বিপর্যয়ের পয়ে অধিনায়ক রোহিত শর্মাকে যেমন আসামীর কাঠগড়ায় তোলা হচ্ছে, ঠিক তেমনই পোস্টমর্টেম হচ্ছে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরেরও! কারণ হারের দায়ভার কোচের উপরও ভীষণ ভাবেই বর্তায়। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিই হতে চলেছে দেশের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনারের কাছে অগ্নিপরীক্ষা। এখানে অকৃতকার্য হলেই গম্ভীরকে আর রেয়াত করা হবে না। রোহিতদের মাথায় বসানো হবে তখন অন্য় কাউকে! এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার।  


বিসিসিআই-এর এক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই রিপোর্ট পেশ করেছে। সেখানে লেখা হয়েছে, 'গৌতম গম্ভীরের পূর্বসূরি রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড় যা পাননি, তা গম্ভীর পাচ্ছেন! নির্বাচন কমিটির বৈঠকে তিনি ছিলেন। বিসিসিআই-এর রুলবুকে কিন্তু কোচদের দল নির্বাচনে থাকার অনুমতি নেই। একটা ব্য়তিক্রমী ঘটনা ঘটেছে! যদিও অস্ট্রেলিয়া সফরের গুরুত্ব ভেবেই তাঁকে এই অনুমতি দেওয়া হয়েছিল।' অস্ট্রেলিয়াকে ভারত যদি ৪-০ বা ৫-০ হারিয়ে, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে তাহলে গম্ভীরের এ যাত্রায় বেঁচে যাবেন। তবে তেমনটা না হলে কিন্তু গম্ভীরের সঙ্গে বিসিসিআই পথচলা শেষ করে দেবে। এই কথা দিনের আলোর মতোই স্পষ্ট!  


আরও পড়ুন: 'কেউ বাজারদর'...! শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? বিস্ফোরক বিবৃতিতে কাঁপল IPL


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)