ওয়েব ডেস্ক: কত বড় ক্রিকেটার অ্যালেক্স হেলস? প্রশ্নটা জাগা কিন্তু শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়েই। সম্প্রতি কুমার সঙ্গাকারা তাঁর সর্বকালের সেরা দল গড়েছিলেন। সেখানে তিনি রাখেননি সচিন তেন্ডুলকরকে! ভারত থেকে তাঁর দলে সুযোগ পেয়েছিলন শুধুমাত্র রাহুল দ্রাবিড়। এবার আরও এক কাঠি ছাপিয়ে গেলেন ইংরেজ ক্রিকেটার অ্যালেক্স হেলস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনিও তাঁর সর্বকালের সেরা একাদশ গড়লেন। এবং তাঁর দলে ঠাঁই পেলেন না সচিন তেন্ডুলকর! ভারত থেকে তিনি শুধু তাঁর দলে রেখেছেন বীরেন্দ্র সেহবাগকে। কী দল গড়েছেন গেলস, সেটায় বরং একটু চোখ বুলিয়ে নিন।


১) অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)


২) বীরেন্দ্র সেহবাগ (ভারত)


৩) রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)


৪) ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)


৫) কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)


৬) জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা)


৭) গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)


৮) মুথিয়া মুরলীথরন (শ্রীলঙ্কা)


৯) শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)


১০) ওয়াসিম আক্রম (পাকিস্তান)


১১) গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)


আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার