বিশ্বের এক নম্বর জকোভিচকে হারিয়ে এটিপি ফাইনালস জিতলেন জেরেভ
শুধু তাই নয় সর্বকনিষ্ঠ হিসেবে এই প্রতিযোগিতায় খেতাব জয়ের নজির গড়লেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : শনিবারই সেমি ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে চমক দিয়েছিলেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভ। রবিবার বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে হারিয়ে এটিপি ফাইনালস জিতে নিলেন ২১ বছর বয়সী জেরেভ। ফাইনালে হেরে ফেডেরারকে ছোঁয়া হল না জোকারের।
আরও পড়ুন - ফের বিশ্বখেতাব পঙ্কজ আডবাণীর
বছরের শেষ প্রতিযোগিতা-এটিপি ফাইনালসে রবিবার ২১ বছর বয়সী জার্মান তরুণের কাছে কার্যত হার মানতে বাধ্য হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান তারকাকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দিলেন আলেকজান্ডার জেরেভ। ১৯৯৫ সালে বরিস বেকারের পর আবার কোনও জার্মান তারকা এটিপি ফাইনালস জিতলেন। শুধু তাই নয় সর্বকনিষ্ঠ হিসেবে এই প্রতিযোগিতায় খেতাব জয়ের নজির গড়লেন তিনি।
পাঁচটি এটিপি টুর ফাইনালস জেতা নোভাক জকোভিচের সামনে জেরেভকে হারিয়ে ফেডেরারকে ছোঁয়ার হাতছানি ছিল। কিন্তু হেরে যাওয়ায় ফেডেক্সকে ছুঁতে পারলেন না জোকার। এদিকে খেতাব জিতে জেরেভ বলেন, " বলে বোঝাতে পারব না, আমার কেমন লাগছে। আমি অবিশ্বাস্য রকমের খুশি। কারণ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় খেতাব।"