নিজস্ব প্রতিবেদন: অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে (All England Open 2022 Finals) উঠে ইতিহাস লিখেছেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। এই ইভেন্টের সেমিফাইনালে মালয়েশিয়ার লি জি জিয়াকে (Lee Zii Jia) ২১-১৩,১২-২১,২১-১৯ হারিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে নজির গড়েছেন আলমোরার বছর কুড়ির ব্যাডমিন্টন খেলোয়াড়। ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ের পর জিতেছেন লক্ষ্য। এই অসাধারণ জয়ের সুবাদে তিনি ভারতের পঞ্চম শাটলার হিসেবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। রবিবাসরীয় ফাইনালে বার্মিংহ্যামের ইউটিলিটা এরিনায় (Utilita Arena Birmingham) তিনি মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের (Viktor Axelsen)। যিনি বিশ্বের এক নম্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


Where is the All England Open 2022 finals between Lakshya Sen and Viktor Axelsen taking place?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল অনুষ্ঠিত হবে বার্মিংহ্যামের ইউটিলিটা এরিনায় 


What time does the All England Open 2022 finals between Lakshya Sen and Viktor Axelsen start?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল কখন অনুষ্ঠিত হবে?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।


Where can I watch the All England Open 2022 finals between Lakshya Sen and Viktor Axelsen?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল কোথায় দেখা যাবে?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল VH1, MTV, History TV 18 চ্যানেলে দেখা যাবে।


Where can I catch the live streaming of the All England Open 2022 finals between Lakshya Sen and Viktor Axelsen?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল অনলাইনে কোথায় স্ট্রিম করে দেখা যাবে?
লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের অল ইংল্যান্ড ওপেন ফাইনাল কোথায় দেখা যাবে Voot Select app-এ


১৯৪৭ সালে প্রথমবার অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রকাশ নাথ। এরপর ১৯৮০ ও ১৯৮১ সালে পরপর দু'বার এই প্রতিযোগিতা জিতেছিলেন প্রকাশ পাডুকোন। শেষ বার ২০০১ সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব ভারতে নিয়ে আসেন পুলেল্লা গোপীচাঁদ। প্রকাশ নাথ, প্রকাশ পাডুকোন, পুলেল্লা গোপীচাঁদ ফাইনাল জিতলেও, সাইনা নেহওয়াল কিন্তু ক্যারোলিনা মারিনের কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন। দেখা যাক লক্ষ্য এদিন কী করেন! 


আরও পড়ুন: IPL 2022: 'Shah Rukh Khan-কে দেখলে পাগল হয়ে যাব!' বলছেন KKR ক্যাপ্টেন Shreyas Iyer


আরও পড়ুনIPL vs PSL ইস্যুতে পাক সাংবাদিকের যুক্তি মাঠের বাইরে পাঠালেন Robin Uthappa


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)