হ্যান্সি ক্রোনিয়ের মৃত্যুদিনে আবেগতাড়িত ডোনাল্ড, স্টেইন
সে মৃত্যু আজও রহস্যে মোড়া।
নিজস্ব প্রতিনিধি : ১৬ বছর পর তাঁর কথা কারও মনে আছে? আর কারও থাকুক না থাকুক অ্যালান ডোনাল্ডের আছে। হ্যান্সি ক্রোনিয়ের মৃত্যুদিনে ডোনাল্ডের টুইট সে দাবি জোরালো করল। ২০০২-এ বিমান দুর্ঘনায় মারা যান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ক্রোনিয়ে। তার আগে অবশ্য ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির দাগ লেগেছিল তাঁর গায়ে। যার জেরে আজীবন নির্বাসনও হয়েছিল তাঁর। তার পরই হঠাত্ করে দুর্ঘটনায় মারা যান ক্রোনিয়ে। সে মৃত্যু আজও রহস্যে মোড়া।
আরও পড়ুন- "আমাকে 'স্যার' বলো না"
ডোনাল্ডের টুইটে ১৬ বছর পর আবার জ্যান্ত হয়ে উঠল ক্রোনিয়ের স্মৃতি। প্রাক্তন পেসার লিখলেন, '১৬ বছর হল তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো। এই দিনটা আসলেই তোমার কথা আরও বেশি করে মনে পড়ে। ছোটবেলার সেইসব সময়গুলো মনে পড়ে যখন তুমি আর আমি একসঙ্গে ক্রিকেট, রাগবি টেস্ট খেলতাম। তোমায় খুব মিস করি হ্যান্সি। তোমায় কখনও ভুলব না।'
ডোনাল্ডের এরকম আবেগতাড়িত টুইটের পর আরেক দক্ষিণ আফ্রিকান পেসার স্মৃতি উস্কে দিলেন। ডেল স্টেইন লিখলেন, 'হ্যান্সি মারা যাওয়ার সময় আমার ১১ বছর বয়স। ওর ভুলের কথা বাদ দিয়ে বলছি, সেই সময় ক্রোনিয়ে আমার হিরো ছিল। আজ আমি যেটুকু হতে পেরেছি সেটা ওর দেখানো পথের জন্যই সম্ভব হয়েছে। ঈশ্বর ওর পরিবারের মঙ্গল করুক।'