নিজস্ব প্রতিবেদন:  মার্চ মাসেই করোনার আবহে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। কিন্তু করোনা সংক্রমণের কারণে সব উৎসব আনন্দ আবেগ ছিল মাস্কে ঢাকা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিতে পারেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গতকাল সকালে আই লিগ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হল মোহনবাগানকে। কোভিড বিধি মেনেই সব হল শহরের পাঁচতারা হোটেলে।  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আই লিগ সিইও সুনন্দ ধর মোহনবাগান সভাপতি টুটু বসু, সচিব সৃঞ্জয় বসু ও অর্থ সচিব দেবাশিস দত্তের হাতে ট্রফি তুলে দেন।



মোহনবাগানের আই লিগ ট্রফি হাতে তোলার দিনেই টুইট করে ক্লাবের ফুটবলার, কোচ ও সদস্য সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


 



 



মোহনবাগানকে বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।



আরও পড়ুন - কোভিড বিধি শিকেয় তুলে সবুজ-মেরুন জনতা বলছে, মনখারাপের ওষুধ 'মোহনবাগান'