VIVO-BCCI বিচ্ছেদ; IPL-এর টাইটেল স্পনসরের দৌড়ে এগিয়ে কে?
বাইজু এখন টিম ইন্ডিয়ার স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ আছে।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই আইপিএল-২০২০ টাইটেল স্পনসর হিসেবে নাম প্রত্যাহার করে নেয় চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো। বৃহস্পতিবার সেই বিচ্ছেদের বিষয়টি এক লাইনে সরকারিভাবে ঘোষণা করে বিসিসিআই। এদিকে আইপিএল-এর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন। এছাড়া শিক্ষা বিষয়ক অ্যাপ বাইজু টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে। যদিও বাইজু এখন টিম ইন্ডিয়ার স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ আছে।
এছাড়া ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন আইপিএল-এর টাইটেল স্পনসর পাওয়ার লড়াইয়ে রয়েছে। পাশাপাশি ইউএন অ্যাকাডেমি, মাই সার্কেল ইলেভেন এবং কোকাকোলার মতো সংস্থাগুলিও অ্যামাজনকে কড়া টক্কর দিতে পারে বলে মনে করছে। আইপিএল টাইটেল স্পনসর হওয়ার তালিকায় রয়েছে মুকেশ আম্বানির জিও এবং অনিল আম্বানির রিলায়েন্স সংস্থা।
আরও পড়ুন - আজব কাণ্ড! ফ্লাইট মিস করে টি-টোয়েন্টি লিগ মিস ক্যারিবিয়ান ক্রিকেটারের