ওয়েব ডেস্ক: ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে আরও এক চমক।  বিশ্বকাপের অন্যতম সেরা লড়াইয়ের আগে মাঠে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন অমিতাভ বচ্চন। আর পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইবেন সেদেশের সুফি গায়ক শফকত আমানত আলি।  তাই ভারত পাকিস্তান ম্যাচে যারা টিকিট কেটেছেন তারা একদিকে দেখবেন ক্রিকেটের রুদ্ধশ্বাস লড়াই। দেখবেন ইমরান খান,সুনীল গাভাসকর সহ ভারত ও পাকিস্তানের আট কিংবদন্তী অধিনায়কের সংবর্ধনা। সঙ্গে বাড়তি পাওনা বিগ বি এবং শফকত আলির কন্ঠে দুদেশের জাতীয় সংগীত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, আফ্রিদির পাশে কোচ ওয়াকার ইউনুস। পাক কোচের দাবি দেশ বিরোধী মন্তব্য করেননি আফ্রিদি। পরোক্ষভাবে ওয়াকারের সুরে সুর মিলিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমও।


অতি বড় ভারত প্রেম বিপদে ফেলে দিয়েছে পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে । পরিস্থিতি সামলে আর বির্তকে জড়াতে চান নি আফ্রিদি । তাই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানের আগে অনুশীলন করলেন না পাক অধিনায়ক । কেন পাক অধিনায়ক অনুশীলনে অনুপস্থিত , এই প্রশ্নে টিম ম্যানেজমেন্ট জানায় আফ্রিদির শরীর ভালো নেই । আফ্রিদির ভারতপ্রেমী বক্তব্যে তোলপাড় পাকিস্তান । সমালোচনার ঝড় সর্বত্র । কিন্তু পাক কোচ ওয়াকার ইউনিস আফ্রিদির  পাশে দাড়িয়ে দাবি করেন পাক অধিনায়ক কোন দেশ বিরোধী মন্তব্য করেন নি ।


পরোক্ষভাবে ওয়াকারের সুরে সুর মেলালেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম । মিয়াদাঁদ আফ্রিদির সমালোচনা করলেও আক্রম জানান ১৯৯৯ সালে চেন্নাইতে টেষ্ট ম্যাচ জেতার পর ভারতীয় সমর্থকরা দাড়িয়ে কূণির্শ করেছিলেন এবং প্রচুর ভালোবাসাও পেয়েছিলেন ।  প্রাক্তন পাক অধিনায়কের আরও দাবি যদি কোহলি আর ধোনি পাকিস্তানে যান তাহলে রাস্তায় জ্যাম হয়ে যাবে ।   সৃত্রের খবর সোমবার রাতেই তার বক্তব্যের জন্য লিখিতভাবে আফ্রিদি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ।  ভারতপ্রেমী বক্তব্যের জন্য  সোমবার আফ্রিদিকে আইনি নোটিশ ধরিয়েছিলেন লাহোরের এক আইনজীবী ।