জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়ানডে ক্রিকেটের ধকলের জন্যই কার্যত পঞ্চাশ ওভারের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের টেস্ট টিমের ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত অলরাউন্ডের আচমকা এই সিদ্ধান্ত ঝড় তুলে দিয়েছে বাইশ গজে। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করেছেন যে, এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে। ঠিক এমন পরিস্থিতিতে এক অন্যরকম চরিত্র অ্য়াঞ্জলো ম্যাথিউজ (Angelo Mathews)। শ্রীলঙ্কার ৩৫ বছরের অলরাউন্ডার চুটিয়ে খেলছেন ক্রিকেটের তিন ফরম্যাটেই। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ খেলতে চান বলেই জানিয়েছেন অ্যাঞ্জেলো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার অর্থাৎ আজ অ্যাঞ্জেলোর জীবনে এক বিশেষ দিন। লাল বলের ক্রিকেটে শততম টেস্ট খেলছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কা চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে। এদিন গলে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন। খেলা শুরুর আগে অ্যাঞ্জেলোকে বিশেষ স্মারক দিয়ে সংবর্ধনা দেয় দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। এদিন মাঠে পরিবারের সঙ্গেই হাজির ছিলেন অ্যাঞ্জলো। শ্রীলঙ্কার ষষ্ঠ ক্রিকেটার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলার নজির গড়লেন অ্যাঞ্জেলো। 



পরিসংখ্যান বলছে এই গলেই এক দশক আগে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন অ্যাঞ্জলো। দুই ইনিংস মিলিয়ে তিনি ৪২ ও ২৭ রান করেছিলেন। দুই ইনিংসেই তিনি ইউনিস খানকে আউট করেছিলেন। এদিন দিমুথ করুণারত্নের দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চারে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো প্রথম ইনিংসে আউট হলেন সেই ৪২ রানে। যা তাঁর অভিষেক টেস্টের প্রথম ইনিংসের রান ছিল। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেট হারিয়ে ৩১৫। ৮৫ ওভারের খেলা শেষ হয়েছে। নিরোশান ডিকওয়েলা (৪২) ও দুনিথ ওয়েল্লালাগে (৬) অপরাজিত আছেন ক্রিজে। প্রথম টেস্টে পাকিস্তান ঐতিহাসিক জয় পেয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে।


আরও পড়ুন: Neeraj Chopra: 'সবদিক থেকেই অপ্রতিরোধ্য!' সচিন থেকে যুবরাজ, নীরজ বন্দনায় বাইশ গজ


আরও পড়ুনKrunal Pandya | Pankhuri Sharma: বাবা হওয়ার সুখবর দিয়েই সদ্যোজাতের নাম জানালেন ক্রুনাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)