ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পরপর ছ বার হারের আঘাতে গোটা পাকিস্তান জুড়ে শোকের ছায়া। করাচি থেকে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি থেকে লাহোর, পাকিস্তানে সর্বত্র এখন চাপা হাহাকার। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও মিসবাদের হারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এরই মধ্যে খবর বেশ করাচি, লাহোরের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিক্ষোভের অঙ্গ হিসাবে করাচিতে টিভি সেট ভেঙে দেন বিক্ষোভকারীরা। প্রায় ৫০টি টিভি সেট ভাঙা হয় বলে খবর। অনেক জায়গায় মিসবা, আফ্রিদিদের কুশপুতুলও পোড়ানো হয়। অনেকেই দাবি তোলেন আর বিশ্বকাপ না খেলে এখনই দেশে ফিরুন মিসবা, আফ্রিদিরা। ফেসবুক, টুইটারেও পাক সমর্থকরা ক্ষোভ উগড়ে দেন।


আজ সকাল থেকেই পাকিস্তানের আনাচে কানাচে সবাই টিভির সামনে দাঁড়িয়ে ছিল। রোহিত শর্মার আউটের পর গোটা পাকিস্তানে রীতিমত উত্‍সব শুরু হয়। কিন্তু ম্যাচ যত এগিয়েছে ততই মুখ ভার হয়েছে। শেষ অবধি সেই মুখভার একেবারে ক্ষোভের আকার নিয়েছে।