ওয়েব ডেস্ক: বিরাট কোহলিদের কোচের দায়িত্ব পেয়েই সকলের সহযোগিতা চাইলেন অনিল কুম্বলে। নিজের দ্বিতীয় ইনিংসকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতের কোচ হিসেবে কুম্বলে কাজ শুরু করছেন সামনের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে। বেশ কয়েকটি কঠিন হার্ডেলস টপকে কোহলি-ধোনিদের হেডস্যারের দায়িত্ব পেয়েছেন অনিল কুম্বলে।তিনি নিজেও জানেন ২২ গজ সামলানোর থেকে কোচের দায়িত্ব সামলানো অনেক কঠিন। ক্রিকেটীয় জীবনে কোনদিন চ্যালেঞ্জ গ্রহন করতে পিছপা হননি । তাই কোচিং -কেও চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন কুম্বলে।আর সেই পথ চলার ক্ষেত্রে সকলের সহযোগিতা চান কোহলিদের নয়া কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কুম্বলে কোচ হওয়ায় শাস্ত্রীর চিমটি, সন্দীপ পাতিল ইন্টারভিউতেই ডাক পাননি!


কোচ হিসাবে কুম্বলের প্রথম পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজ সফর । আগামী ৫ জুলাই টেষ্ট সিরিজ খেলতে ক্যারিবিয়ানদের দেশে উড়ে যাবে ভারতীয় দল।


আরও পড়ুন কোচের দৌড়ে হেরে গিয়ে হতাশ শাস্ত্রী কুম্বলেকে কী বললেন?