এক কিডনিতে বিশ্ব মিটে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ
১৭ বছর পর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন বিশ্ব অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতের প্রাক্তন লংজাম্পার।
নিজস্ব প্রতিবেদন: ২০০৩ সালে প্যারিসে বিশ্ব মিটে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছিলেন লংজাম্পার অঞ্জু ববি জর্জ। সেই পদক জয়ের ১৭ বছর পর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন বিশ্ব অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতের প্রাক্তন লংজাম্পার। মাত্র একটা কিডনি নিয়েই বিশ্ব মিটে ব্রোঞ্জ জিতেছিলেন বলে জানান ববি।
আরও পড়ুন - প্রয়াত কিংবদন্তি মারাদোনার নামে মিউজিয়াম হবে কলকাতায়!
বিশ্ব মিটে ব্রোঞ্জ পদকজয়ের পর কেরলের অ্যাথলিটের ঝুলিতে এসেছে অনেক আন্তর্জাতিক পদক। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক, দুটি এশিয়ান গেমসে সোনা জিতেছেন অঞ্জু ববি জর্জ। ভারতীয় অ্যাথলিট টুইট করে লিখেছেন, "বিশ্বাস করুন কি নাই করুন। আমি হচ্ছি সেই ভাগ্যবতীদের একজন। যে একটা কিডনি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেয়েছি। শুধু একটা কিডনি নয়, প্রবল অ্যালার্জি,পায়ের চোট নিয়ে প্রতিদিনই পেইন কিলার খেয়ে ট্র্যাকে নামতাম।"
সেই সঙ্গে অঞ্জু ববি জর্জ বলেন, "এই সাফল্য সম্ভব হয়েছিল কেবলমাত্র আমার কোচের কৃতিত্বে।" প্রসঙ্গত অঞ্জুর কোচ ছিলেন তাঁর স্বামী রবার্ট।
অঞ্জুর এই টুইটের প্রেক্ষিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু কুর্নিশ জানিয়েছেন কেরলের প্রাক্তন অ্যাথলিটকে।
আরও পড়ুন - Australia A দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শূন্যে ভেসে দুরন্ত ক্যাচ উড়ন্ত পৃথ্বীর, দেখুন ভিডিয়ো