জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। সোমবার অর্থাৎ আজ সকালে মাদ্রিদ থেকে কলকাতায় চলে এলেন মোহনবাগান সুপার জায়ান্টের (
Mohun Bagan Super Giant) নবনিযুক্ত হেড কোচ অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সফলতম কোচের তকমা রয়েছে পোজোব্ল্যানকোর ৬৬ বছরের ডিফেন্ডারের। কলকাতায় আজকের রাতটা কাটিয়েই হাবাস চলে যাবেন ভুবনেশ্বরে। এই মুহূর্তে সবুজ-মেরুনের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার কোচিংয়ে মোহনবাগান খেলছে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024)।  এবার হাবাস গিয়ে নেবেন দলের দায়িত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: East Bengal: ম্যাচে আগাগোড়া দাপট লাল-হলুদেরই! শ্রীনিধিকে হারাল ইস্টবেঙ্গল


কলকাতায় পা রেখে মোহনবাগানের মিডিয়া টিমের সঙ্গে কথা বলেছেন হাবাস। অভিজ্ঞ কোচ বলেন, 'আমি বরাবরই কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। এই শহরের ফুটবলপ্রেমী মানুষ আমার খুবই প্রিয়। এখনকার সবই আমার চেনা। সেই শহরের একটি শতাব্দী প্রাচীন ক্লাবের কোচের দায়িত্বে, আমাকে ফের কাজ করার সুযোগ দেওয়ার জন্য, দলের কর্ণধার ড. সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব মোহনবাগান সুপার জায়ান্টকে সেরা করার। সবুজ মেরুণ সমর্থকদের প্রত্যাশা পূরণের। এই শহর আমাকে অনেক সম্মান ও সাফল্য দিয়েছে। সেই পরস্পরা বজায় রাখার চেষ্টা করব।টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে এই দলের সঙ্গে আমার যোগ ছিলই। এবার হাতে কলমে মাঠে নেমে কাজ করতে হবে। দলের যেখানে যেখানে উন্নতি দরকার সেটা করতে হবে। আমার সঙ্গে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার নিয়মিত ফোনে যোগাযোগ আছে। কাল ভুবনেশ্বরে ওর সঙ্গে দেখা হবে। ফুটবলারদের সঙ্গেও দেখা হবে। কথা হবে। সবাই মিলে একটা টিম হিসাবে সেরাটা মেলে ধরাই চ্যালেঞ্জ।'


গতবছর ১৬ জানুয়ারি হাবাসকে টেকনিক্য়াল ডিরেক্টর হিসেবে দলে ফিরিয়ে এনেছিল মোহনবাগান। তখনই অনেকে মনে করেছিলেন যে, ফেরান্দোর সময় ফুরিয়ে এসেছে। পালতোলা নৌকার সঙ্গে হাবাসের সম্পর্ক কিন্তু পুরনো। অ্যাটলেটিকো দি কলকাতা ও এটিকে মোহনবাগানকে করিয়েছেন আইএসএল চ্য়াম্পিয়ন। ৬৬ বছরের দুঁদে কোচ যে ফিরতে চলেছেন তার আঁচ পাওয়াই গিয়েছিল। চলতি আইএসএলে মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার পর এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও হেরে গিয়েছে মোহনবাগান। আইএসএলের অন্যতম সেরা দল মোহনবাগান, খাতায়-কলমে তো বটেই। কিন্তু টানা তিন ম্য়াচ হার বিরাট ধাক্কাই দলের কাছে। এর আগে এএফসি কাপ থেকেও ছিটকে যায় ফেরান্দোর শিষ্য়রা। এরপরই তাঁর বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। আর এদিনই সিলমোহর পড়ে গেল ফেরান্দোর বিদায়ের গল্পে। ২০২১ সালে ফেরান্দো মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন। দলকে আইএসএল ও ডুরান্ড কাপ জিতিয়েছেন।


আরও পড়ুন: Mohun Bagan: সুপার কাপে হায়দরাবাদের বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp Channel