জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) এই মুহূর্তে ব্রিটেনে। ফের এক সঙ্গে সময় কাটাচ্ছেন 'বিরুষ্কা'। বলা যেতে পারে প্রেমযাপনেই মেতে আছেন দেশের অন্যতম জনপ্রিয় কাপল। কখনও রৌদ্রস্নাত সকালে একে অপরকে উষ্ণতায় মুড়ে দিচ্ছেন তো কখনও কফি ডেট সারছেন। সোশ্যাল মিডিয়ায় বিরাট এবং অনুষ্কা, দু'জনেই ছবি শেয়ার করেছেন ইনস্টায়। বিরাট এশিয়া কাপ (Asia Cup 2022) শেষ করেই দুবাই থেকে চলে গিয়েছেন ব্রিটেনে। অন্যদিকে 'চাকদহ এক্সপ্রেস'-এর (Chakda Xpress) শ্যুটিং সারতে বিলেতে এসেছেন অনুষ্কা। শীঘ্রই তিনি পর্দায় ভারতের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) চরিত্র ফুটিয়ে তুলবেন। ভারতের স্টার ব্যাটার নেটদুনিয়ায় অন্য এক কারণেও আলোড়ন ফেলে দিয়েছেন। বাইশ গজের প্রথম বাসিন্দা হিসাবে কোহলির ট্যুইটার (Twitter) অ্যাকাউন্ট স্পর্শ করল ৫০ মিলিয়ন ফলোয়ার্স। অর্থাৎ এই মুহূর্তে 'কিং কোহলি'কে ৫ কোটি মানুষ ফলো করেন। এমন কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই। 




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Virat Kohli: নেটদুনিয়ায় কোহলির 'বিরাট' বিস্ফোরণ! প্রথম ক্রিকেটার হিসাবে অনন্য নজির


প্রায় দু'মাসের বিরতি নিয়ে কোহলি ক্রিকেটে ফিরেছিলেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের হাত ধরে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মতো দুর্বল দলগুলির বিরুদ্ধে খেলেননি তিনি। প্রত্যাবর্তনের জন্য এশিয়া কাপকেই বেছে নিয়েছিলেন কোহলি। এই টুর্নামেন্টের শুরু থেকেই কোহলি বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি এবার ফিরছেন চেনা ছন্দে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বলে নড়বড়ে ৩৫ রান করেছিলেন বিরাট। তিনটি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসে তিনি বুঝিয়েছিলেন যে, তিনি ধীরে ধীরে ফিরছেন। এরপর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে কোহলি বার্তা দিয়ে রাখেন যে, ব্যাটের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছেন তিনি। ৪৪ বলে ঝকঝকে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কোহলি। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ফের হাফ-সেঞ্চুরি (৪৪ বলে ৬০) করেন তিনি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ভারতের নিয়মরক্ষার ম্যাচে কোহলি করেন ৬১ বলে ঝকঝকে ১২২ রানের অপরাজিত ইনিংস। ১২টি চার ও ৬টি ছয় মারেন তিনি।২০১৯ সালের পর ২০২২। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি আসে কোহলির ব্যাট থেকে। ১০২০ দিন পর তিন অঙ্কের রানের দেখা পান তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)