ওয়েব ডেস্ক: ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে যাবেন আইএএস অফিসার! হ্যাঁ, হ্যাঁ, পিভি সিন্ধুর কথাই বলা হচ্ছে। কিন্তু কীভাবে সম্ভব এমনটা?


পুসারলা ভেঙ্কট সিন্ধু সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকারের গ্রুপ ওয়ান অফিসার পদে চাকরির সুযোগ পেয়েছেন এবং তিনি তা গ্রহণও করেছেন বলে খবর। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে, তিনি যদি আট থেকে নয় বছর পর্যন্ত ওই পদে চাকরি করেন তাহলে তাঁকে 'স্পেশাল কনসিডারেশন'-এর মাধ্যমে আইএএস পদমর্যাদায় উন্নীত করা হতে পারে। সিন্ধুকে 'ডেপুটি কালেক্টর' পদে নিয়োগ করা হতে পারে। উল্লেখ্য, অলিম্পিকে রুপো জিতে দেশকে সম্মানিত করার পরই তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি চাকরির প্রস্তাব দেওয়া হয়। (আরও পড়ুন- দুবাই ওপেনের সেমিফাইনালে উঠলেন সানিয়া মির্জারা)