Apuia: `বন্ধু যেন গোল না করে`! তৈরি আপুইয়া, মুম্বইকে বুঝে নেবেন মিডফিল্ড জেনারেল
Apuia On Lallianzuala Chhangte: প্রিয় বন্ধুকে রীতিমতো সমীহ করছেন আপুইয়া, তবে বলছেন মুম্বইকে বুঝে নেবেন|
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লালেংমাওয়াইয়া রালতে (আপুইয়া) ও লালিনজুয়ালা ছাংতে| ঠিক এক মরসুম আগেও একসঙ্গে তাঁদের নাম উচ্চারণ হত আইএসএলে| কারণ দু'জনেরই ক্লাব ছিল মুম্বই সিটি এসফি-তে|
আরও পড়ুন: India Vs Bangladesh:খুনের মামলা দিয়েও ভারতের মাঠে যুদ্ধজয়ে বাংলাদেশের ভরসা সেই সাকিব-ই! টিম ঘোষণা..
দুই প্রাণের বন্ধুর পথ এখন আলাদা হয়ে গিয়েছে| ছাংতে এই মরসুমে মুম্বইকে নেতৃত্ব দেবেন| অন্যদিকে মুম্বই থেকে আপুইয়াকে বিরাট হাইজ্যাক করে, মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে এসেছে কলকাতায়| এখন তিনি সবুজ-মেরুনের 'মিডফিল্ড জেনারেল'|
রাত পোহালেই একাদশতম আইএসএলের বোধন| মুখোমুখি গতবারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান এবং কাপজয়ী মুম্বই| বিষ্যুদবার দুপুরে মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠকে এসেছিলেন আপুইয়া| তাঁর আগে ছাংতে সাংবাদিক বৈঠক করে গিয়েছেন কোচ পিটার ক্র্যাটকির সঙ্গে| ছাংতে হাসি মুখেই আপুইয়াকে পুরো মরসুমের শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন|
আর কয়েক ঘণ্টার মধ্যে বন্ধুতা বদলে যাবে বৈরিতায়| যুদ্ধের প্রাক আবহে দাঁড়িয়ে আপুইয়া বললেন, 'ছাংতে নিয়ে আর কী বলি বলুন তো| মুম্বই আমার ক্লাব ছিল| এখন আমি স্বপ্নের ক্লাব মোহনবাগানে এসেছি| ছাংতে অসাধারণ ছেলে| আমার অন্যতম প্রিয় বন্ধু| লড়াইটা শুধু ওর সঙ্গে তো নয়, মুম্বই দলটাকে নিয়েই ভাবছি| আর হ্যাঁ ওকেও পুরো মরসুমের শুভেচ্ছা| তবে আমি চাইব, বন্ধু যেন পুরো মওসুমেই আমাদের বিরুদ্ধে গোল না করে|'
বিপিন সিং ও ছাংতে দুই উইং ধরে উঠে তছনছ করে দিতে পারেন যে কোনও দলের ডিফেন্স| গত মরসুমে ফাইনালেও মোহনবাগান হাড়ে হাড়ে টের পেয়েছে| আপুইয়ার এই প্রসঙ্গে সংযোজন, 'ওদের আটকানোর চেষ্টা করতেই হবে| ওরা ভয়ানক| কোনও জায়গাই দেওয়া যাবে না ওদের|'
কথা বলার ফাঁকে আপুইয়া এও জানিয়ে দিলেন যে, মোহনবাগানের উন্নতির অনেক জায়গা রয়েছে| ডুরান্ডের গোল হজমের কথাও তিনি ভোলেননি| আপুইয়া বলছেন, 'দেখুন কোনও একটি বিশেষ দিকের কথা বলব না| ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ| সব জায়গায় উন্নতি করতে হবে| আমরা গোল খেয়েছি অনেক| মাথায় রাখতে হবে সেটা| দেখুন ছয় সপ্তাহ একসঙ্গে ট্রেনিং করেছি| জানি সমর্থকদের আমার উপরও অনেক প্রত্যাশা রয়েছে| আমি প্রতিশ্রুতি দেব না| এটাই বলব, সেরাটা উজাড় করে দেব|'
আপুইয়া এদিন নিজের ব্যাপারে আরও একটা তথ্য জানালেন| তিনি বললেন, 'জানেন তো পড়াশোনা করাটা খুব দরকার| আমি সোসিয়োলজিতে মাস্টার্স করছি| ফার্স্ট ইয়ার শেষ করলাম| আরও পড়াশোনা করার ইচ্ছা রয়েছে|' আপুইয়া জানিয়ে দিলেন যে, তিনি এখন অনেক পরিণত| এবার দায়িত্ব নেওয়ার সময় এসেছে তাঁর| আর বন্ধু ছাংতেকে মাঠে বুঝিয়ে দেবেন যে, কে সেরা|
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)