নিজস্ব প্রতিবেদন: প্রাথমিকভাবে কোপা আমেরিকার জন্য ৩২ জনের দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকেই চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করলেন আর্জেন্টিনার কোচ। সেই দলে, রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবার আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন সের্জিও আগুয়েরো। পেলের দেশে কোপায় আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



চলতি মরশুমে জুভেন্টাসের জার্সিতে একেবারেই ভালো সময় কাটেনি পাওলো দিবালার। তবে জাতীয় দলের কোচের আস্থা অর্জন করতে পেরেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। অন্যদিকে, ইন্টার মিলানের হয়ে ১১ গোল করা আর এক আর্জেন্তিনিয় স্ট্রাইকার মাউরো ইকার্দির চূড়ান্ত দলে জায়গা হয়নি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর দীর্ঘ ন মাস জাতীয় দলের বাইরে ছিলেন মেসি। ২০১৯ সালে মার্চে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে দলে ফেরেন তিনি। সেই মেসি কোপা আমেরিকায় আর্জেন্টিনার নেতৃত্বে থাকছেন। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দুরন্ত ফর্মে থাকা আগুয়েরোকে আর্জেন্টিনা দলে ফেরালেন স্কালোনি। কারণ, রাশিয়া বিশ্বকাপ শেষে জর্জ স্যাম্পাওলির পর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনি এর আগে কখনও আগুয়েরোকে দলে ডাকেননি।



কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল:


গোলকিপার : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)


ডিফেন্ডার: হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যাঞ্চেস্টার সিটি), জার্মান পেজেল্লা (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), মিল্টন কাসকো (রিভার প্লেট)


মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এসেকিয়েল পালাসিও (রিভার প্লেট), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো দে পল (উদিনেজ), অ্যাঞ্জেল দি মারিয়া (পিএসজি)


ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্জিও আগুয়েরো (ম্যাঞ্চেস্টার সিটি), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (ইউভেন্তুস), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)


কোপা আমেরিকায় ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষবার জিতেছিল ১৯৯৩ সালে। তার পর থেকে আর কোনও বড় ট্রফি জিততে পারেনি তারা। আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে এবারের কোপা আমেরিকা। বি-গ্রুপে মেসিদের সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। আগামী ২৭ মে অনুশীলন শুরু করবে আর্জেন্টিনা।


আরও পড়ুন - FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে দল সংখ্যা বাড়ছে না, জানিয়ে দিল ফিফা