জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) এই মুহূর্তে সফররত বাংলাদেশে (Bangladesh)। গত সোমবার পদ্মাপাড়ের দেশে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ (Bangabandhu Kabaddi Cup 2023)। মেসির দেশ খেলতে এসেছে বলেই, তাদের নিয়ে উত্তেজনার পারদ ছিল বেশ ওপরের দিকেই। উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি খেলেছিল এশিয়ার অন্যতম হেভিওয়েটা ইরাকের (Argentina vs Iraq) বিপক্ষে। কিন্তু ঢাকায় এসেই শুরুতেই বুক ভেঙেছে আর্জেন্টিনার!মধ্যপ্রাচ্যের মহাশক্তিধর দল জিতেছে ৫৬-২৮ ব্যবধানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখতে গেলে আর্জেন্টিনাকে ধোপে টিকতে দেয়নি ইরাক। ম্যাচের প্রথমার্ধে ৩৪-১৩ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাট ছেড়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধেও  সুবিধা করতে পারেনি প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ খেলতে আসা আর্জেন্টিনা। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার কোচ রিকার্ডো বলেছিলেন, বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা এই আন্তর্জাতিক কাবাডির আসরে তাদের কোনও প্রত্যাশা নেই। এক'দুটি ম্যাচ জিততে পারলেই তাঁরা খুশি হবেন। প্রথম ম্যাচে জয় পায়নি আর্জেন্টাইনরা। আগামী ভালো হবে বলেই আশাবাদী তাঁরা। এই ম্যাটে দারুণ পারফর্ম করে ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন ইরাকের হাসান ফইজ। গত জানুয়ারিতে একটি খবর শোনা গিয়েছিল যে, মেসির বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জুনে আসতে পারে বাংলাদেশ সফরে। কিন্তু পরে জানা যায় যে, এই খবরের কোনও সত্যতা নেই।


আরও পড়ুনVirat Kohli, BGT 2023: দ্রাবিড়ের সঙ্গে নিছক আড্ডায় কোন চাপা যন্ত্রণা তুলে ধরলেন বিরাট কোহলি? দেখুন ভাইরাল ভিডিয়ো


কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেছেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। ৩৬ বছর পর আর্জেন্টিনা ফের বিশ্বকাপ জেতে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)