চলতি সপ্তাহেই কোচবদল হতে পারে মেসিদের
ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হারের পর থেকেই চাপে রয়েছেন সাম্পাউলি।
নিজস্ব প্রতিনিধি : যেতে পারি কিন্তু কেন যাব! এমনই ভাবছেন জর্জে সাম্পাউলি। চারপাশের যা চাপ তাতে হয়তো শেষমেশ চাকরি ছাড়তেই হবে তাঁকে। কিন্তু তাঁর নিজের এখনই দায়িত্ব ছাড়ার ইচ্ছে নেই। জর্জে সাম্পাউলি পরের বছর কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ থাকতে চান।
আরও পড়ুন- শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-কলম্বিয়া
আপাতত যা খবর, চলতি সপ্তাহেই চাকরি হারাতে পারেন সাম্পাউলি। যদিও আর্জেন্টিনার ফুটবল সার্কিটে খবর, সেদেশের ফুটবল সংস্থার পক্ষ থেকে সাম্পাউলির উপর কোনও চাপ সৃষ্টি করা হয়নি। উল্টোদিকে, সাম্পাউলি নাকি তাঁর সহকারি কোচকে বলেছেন, এএফএ'র থেকে সমর্থন পেলে তিনি আপাতত আর্জেন্টিনার কোচ হিসাবে থেকে যেতে চান। কিন্তু আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে সাম্পাউলিকে সমর্থনের কোনও বিবৃতিও প্রকাশ করা হয়নি। তবে আর্জেন্টাইন মিডিয়ার খবর অনুযায়ী, চলতি সপ্তাহে সাম্পাউলির ইস্তফা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- নেইমারের গোলে বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের!
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হারের পর থেকেই চাপে রয়েছেন সাম্পাউলি। গ্রুপ পর্বেও তাঁর দল সাজানোর স্ট্রাটেজি দেখে অনেক ফুটবল বিশ্লেষক প্রশ্ন তুলেছিলেন। সাম্পাউলি অবশ্য সেসবের কোনও উত্তর দেননি।