Argentina | Lionel Messi: স্টেডিয়ামে মারপিটের প্রতিবাদ, মারাকানার মহারণে মাঠ ছাড়লেন মেসি!
মেসিকে হাতাহাতির দিকে ইশারা করতে দেখা যায়। বাকি সতীর্থদের সঙ্গে মিলে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। মেসি এবং তাঁর সতীর্থরা মাঠ ছেড়ে যাওয়ার আগে তিনি জানান, ‘আমরা খেলছি না, আমরা চলে যাচ্ছি’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের কিকঅফ হয় ৩০ মিনিট দেরিতে। দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই মহাশক্তির মধ্যে বহুল প্রত্যাশিত ব্লকবাস্টারটি ভারতিয় সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়ামের স্ট্যান্ডে গণ্ডগোল ষুরু হওয়ার পড়ে তা আটকে রাখা হয়েছিল।
ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলোয়াড়রা ম্যাচের শুরুতে দেশের জাতীয় সঙ্গীতের জন্য মাঠে লাইনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময়ে ক্যামেরা ঘুরে যায় স্ট্যান্ডের দিকে। সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের একটি অংশকে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায়। ফুটবলাররা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান।
পুলিস ভিড়ের মাঝে ঝামেলা দমন করতে লাঠিচার্জ করায় মাথের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। স্থানীয় পুলিসকে মাঠের এক প্রান্তে আর্জেন্টিনা সমর্থকদের লাঠিপেটা করতে দেখা যায়। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলের পক্ষে এটি স্পষ্টতই ভাল চোখে দেখেনি।
মেসিকে হাতাহাতির দিকে ইশারা করতে দেখা যায়। বাকি সতীর্থদের সঙ্গে মিলে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
মেসি এবং তাঁর সতীর্থরা মাঠ ছেড়ে যাওয়ার আগে তিনি জানান, ‘আমরা খেলছি না, আমরা চলে যাচ্ছি’।
যদিও আর্জেন্টিনার খেলোয়াড়রা দ্রুত মাঠে ফিরে আসে এবং ম্যাচটি সকাল ৬.৩০ মিনিটে শুরু হয়।
অনেক আর্জেন্টাইন বিশ্বাস করেন যে তাদের দেশের বিশ্বকাপ শিরোপা অর্জনের লক্ষে দৌড় শুরু হয় দুই বছরেরও বেশি আগে মারাকানা স্টেডিয়ামে।
সেখানেই অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে জয়ের মাধ্যমে দলের ২৮ বছরের ট্রফিখরার অবসান ঘটান।
দুই দলই বাছাইপর্বে আগের রাউন্ডে পরাজিত হয়। ব্রাজিল হারে কলম্বিয়ার কাছে ২-১ ব্যবধানে এবং বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজিত হয়।
আরও পড়ুন: India vs Qatar: উনিশ ফিরল না তেইশে, কাতার চেনাল জাত, হেরেই গেল ভারত
পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের গ্রুপে আর্জেন্টিনা এগিয়ে আছে। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। কলম্বিয়ার পয়েন্ট নয় এবং ভেনেজুয়েলার আট। সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল।
ইকুয়েডর, প্যারাগুয়ে ও চিলির রয়েছে পাঁচ পয়েন্ট। বলিভিয়ার তিন এবং পেরুর এক পয়েন্ট রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। এর অর্থ দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয়টি দলের সরাসরি প্রবেশ করবে বিশ্বকাপে। সপ্তম স্থানে থাকা দলটি একটি আন্তঃমহাদেশীয় প্লে অফে জায়গা পাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)