নিজস্ব প্রতিবেদন: চ্যারিটি অনুষ্ঠানে ছদ্মবেশী 'জীবন্ত' ক্রুয়েফের মূর্তি ঘিরে উন্মাদনা নেদারল্যান্ডসে। ধূসর সেই মূর্তিকে দেখলে চমকে যেতে পারেন যে কেউ। কিংবদন্তি ডাচ ফুটবলার যোহান ক্রুয়েফের এই মূর্তির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অবশ্য আপনার ভুল ভাঙতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মেসিকে 'অদ্ভুত' পরামর্শ মারাদোনার


নেদারল্যান্ডসের আকমার শহরে "নেদারল্যান্ডস স্ট্যান্ড আপ এগেনস্ট ক্যান্সার"- এক চ্যারিটি অনুষ্ঠানে ক্রুয়েফের মূর্তি ঘিরে উন্মাদনা। ক্রুয়েফের ছদ্মবেশে যিনি, তিনিও এক ডাচ ফুটবলার। ক্যান্সার সচেতনতার প্রচারে চ্যারিটির মত মহত্ উদ্যোগে সামিল আর্জেন রবেন।      


 


মুখে ছাই রঙা মেক আপ, সঙ্গে রবেনের টাক মাথায় নকল চুল৷ একেবারে ক্রুয়েফের হেয়ার স্টাইলেই সাজিয়ে তোলা হয়েছে রবেনকে। রূপোলী রবেন থেকে যোহান ক্রুয়েফ হওয়ার কাহিনী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে৷



রাশিয়া বিশ্বকাপে অবশ্য নেই ক্রুয়েফ-রবিনের দেশ নেদারল্যান্ডস। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ২০১০ বিশ্বকাপের রানার্স দলটি। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হওয়ার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান রবেন৷ বিশ্বকাপের আগে ক্রুয়েফের ছদ্মবেশে মাতিয়ে দিলেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার। ক্রুয়েফের নেতৃত্বে অবশ্য ১৯৭৪ সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল নেদারল্যান্ডস৷ সেবার পশ্চিম জার্মানির কাছে ১-২ গোলে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়৷ '৭৪ সালে বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন ক্রুয়েফ৷