ওয়েব ডেস্ক: ২০১৩-তে একটা যুগের অবসান হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন সচিন তেন্ডুলকর। এখনও পাঁচটা বছরও হয়নি। সচিনের পরবর্তী প্রজন্ম তৈরি, ক্রিকেট মাঠে বাবার মুখ উজ্জ্বল করার জন্য। সবকিছু ঠিকঠাক চললে, মুম্বইয়ের অনূর্ধ্ব-উনিশ দলের হয়ে অভিষেক ঘটতে চলেছে সচিন পুত্র অর্জুনের। সামনের সপ্তাহ থেক শুরু হচ্ছে ভিনু মানকড় ট্রফি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কোচিতে শনিবার যুব বিশ্বকাপের মহারণ, মুখোমুখি ব্রাজিল এবং স্পেন


এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত পনেরো সদস্যের মুম্বই দলে জায়গা পেয়েছেন অর্জুন তেন্ডুলকর। নির্বাচক কমিটির চেয়ারম্যান রাজেশ পওয়ার জানিয়েছেন মুম্বই দলের মূল অলরাউন্ডারই হলেন অর্জুন। ফলে আশা করা যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেন সচিন পুত্র।


আরও পড়ুন  জয় দিয়েই যুব বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ঘানা