জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সুপুত্র অর্জুন তেন্ডুলকর, (Arjun Tendulkar) এই মুহূর্তে দক্ষিণাঞ্চলের হয়ে দেওধর ট্রফি (Deodhar Trophy 2023) খেলছেন। বাঁ-হাতি জোরে বোলার ফিটনেস ফ্রিক। অর্জুন প্রায়শই জিমে ওয়ার্ক-আউট করার ছবি শেয়ার করে থাকেন। এবার অর্জুন তাঁর টোনড সিক্স-প্যাক অ্য়াবস দেখিয়ে একটি সেলফি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে স্টোরিতে। বলা যেতে পারে যে, অর্জুন আগুনে এখন পুড়ছে ইন্টারনেট। অর্জুনের সিক্স-প্যাক বলে দিচ্ছে যে, তিনি নিয়মিত শরীর চর্চার মধ্যেই থাকেন। বেশ কয়েক বছর ধরেই জিমে ঘাম ঝরিয়ে এই সিক্স-প্যাক অ্য়াবস তৈরি করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shubman Gill | WI vs IND: 'দশে চার দেব ওকে, গড়পড়তারও নীচে'! শুভমনের মার্কশিট দিলেন কিংবদন্তি ভারতীয়


চলতি বছর গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট ও আইপিএল-এর মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ভালো পারফরম্যান্স করেছেন অর্জুন। তাঁর সুফলও পেয়েছেন তিনি। গত জুনে বিসিসিআই-এর নজরে পড়েছিলেন অর্জুন। সচিনের ছেলেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডেকে পাঠিয়েছিল বিসিসিআই। তবে অর্জুন একা নন, তাঁর মতো মোট ২০ জন তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারকে ডেকে পাঠিয়ে ছিলেন এনসিএ-এর ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ। ভবিষ্যতে টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ তৈরি করাই তাঁর লক্ষ্য। আর তাই অর্জুনে মতো আরও কয়েকজন অলরাউন্ডারকে ডেকে পাঠানো হয়েছিল। আসলে ভারতীয় বোর্ড আগামী দিনের জন্য সেইসব প্রতিভাবান অলরাউন্ডারদের বাজিয়ে দেখে নিতে চাইছে, যাদের মধ্যে দ্রুত প্রথম সারিতে উঠে আসার সম্ভাবনা আছে। তেমন ২০ জন তারকাকে এনসিতে ডেকেছে বোর্ড। এদের মধ্যে অর্জুনের পাশাপাশি রয়েছেন কেকেআর পেসার হর্ষিত রানা, সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা, সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়া। বোর্ড চাইছে এই প্রতিভাবান ক্রিকেটারদের তিন সপ্তাহ এনসিএ-তে রেখে প্রশিক্ষণ দিতে। যাতে তাঁদের প্রতিভার উন্নয়ন হয়। পুরো ব্যাপারটাই ভিভিএস লক্ষ্মণের মস্তিষ্কপ্রসূত।


২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন। খেলেছিলেন দুটি বেসরকারি টেস্ট। তবে মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকলেও নিয়মিত সুযোগ মেলেনি। কয়েকটি ম্যাচ খেলে বিশেষ নজর না কাড়লেও খুব খারাপও পারফর্ম করেননি। এর আগে ২০২০-২১ সালে সইদ মুস্তাক আলি ট্রফিতে দুটি ম্যাচে খেলার সুযোগ পেলেও বাকি সময় থাকতে হয়েছিল দলের বাইরে। তাই এবছরের আগস্টেই মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন অর্জুন। এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডাক পেলেন তিনি। 



আরও পড়ুন: Ishan Kishan | WI vs IND: 'অন্য কেউ সুযোগ পেলে...'! নির্বাচকদের বার্তা ঈশানের, শুরু আলোচনার সুনামি



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)