ওয়েব ডেস্ক : নিজেদের দেশের ক্রিকেটের অন্তর্দ্বন্দ্বের জেরে ভারতীয় ক্রিকেটের সাফল্যকে কলঙ্কিত করতে আসরে নামলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা। অভিযোগ করলেন, ২০১১-র ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেটারদের ভূমিকা নিয়ে। দাবি তুললেন, তদন্ত করে দেখা হোক ফাইনালে শ্রীলঙ্কার হারের কারণ। যদিও সরাসরি কোনও ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ আনেননি রনতুঙ্গা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি জানিয়েছেন, যথাসময় এব্যাপারে বেশ কিছু তথ্য ফাঁস করবেন তিনি। যদিও প্রশ্ন উঠছে গত ছবছর ধরে কেন এব্যাপারে তিনি চুপচাপ বসেছিলেন। রনতুঙ্গার দাবি, ওই ফাইনালের দিন তিনি ধারাভাষ্যকার হিসাবে ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার হারের ধরন তাঁর সন্দেহজনক মনে হয়েছিল।


সম্প্রতি শ্রীলঙ্কায় ক্রীড়া প্রশাসকদের সঙ্গে ক্রিকেটারদের বিরোধ চরম আকার নিয়েছে। এর মূলে রয়েছে ক্রিকেটারদের এজেন্ট বা ম্যানেজার রাখার ঘটনা। ক্রিকেটার থেকে রাজনীতিক এবং মন্ত্রী বনে যাওয়া রনতুঙ্গা এই সুযোগেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন।


আরও পড়ুন- জাহির খান, রাহুল দ্রাবিড়ের সঙ্গে এখনই চুক্তি নয়, বিসিসিআইকে নির্দেশ দিল CoA