স্বপ্নভঙ্গ! এবারও সেঞ্চুরি হল না লিভারপুলের
বুধবার রাতে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত আর্সেনালের কাছে হারতে হল লিভারপুলকে।
নিজস্ব প্রতিবেদন: ইপিএলের বড় ম্যাচে আর্সেনালের কাছে লজ্জার হার চ্যাম্পিয়ন লিভারপুলের। ফলে একশো পয়েন্টে পৌঁছনো আর সম্ভব হচ্ছে না য়ুর্গেন ক্লপের দলকে।
দুই মরশুম আগে ১০০ পয়েন্টে শেষ করে ইপিএলে রেকর্ড করেছিল ম্যাঞ্চেস্টার সিটি। সেই রেকর্ড আর ছোঁয়া হল না মহম্মদ সালহাদের। বুধবার রাতে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত আর্সেনালের কাছে হারতে হল লিভারপুলকে। প্রথমে সাদিও মানের গোলে এগিয়ে যায় ইপিএল চ্যাম্পিয়নরা। তবে লিভারপুল ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। গানার্সদের হয়ে গোল করেন ল্যাকাজাতে আর নেলসন। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি সালাহরা।
প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট এখন ৯৩। লিগে সালহাদের বাকি আর দুটো ম্যাচ। সেই দুটো ম্যাচে জিতলেও সর্বোচ্চ ৯৯ পয়েন্ট হবে য়ুর্গেন ক্লপের দলের। তাই ম্যাঞ্চেস্টার সিটির সেঞ্চুরি পয়েন্টের রেকর্ড আর ছোঁয়া হল না এ মরশুমের EPL চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন - আজ জিতলেই লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ! সমর্থকদের বিশেষ অনুরোধ র্যামোসদের