জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্য়াচে খেলতে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া (India Vs Australia)।। চলতি সিরিজের পঞ্চম তথা শেষ ম্য়াচ ছিল রবিবার। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্য়াট করতে পাঠিয়েছিল ভারতকে। নির্ধারিত ওভারে ভারত আট উইকেটে ১৬০ রান তুলেছিল। জবাবে ওয়েডের টিম ১৫৪/৮ গুটিয়ে গেল। বোলারদের অসাধারণ পারফরম্য়ান্সে ভারত ম্য়াচ জেতে ছয় রানে ও সিরিজ পকেটে পুরেছে ৪-১ ব্য়বধানে। আর এই ম্য়াচের 'খলনায়ক' থেকে নায়ক হয়ে গেলেন তরুণ পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)! প্রথম তিন ওভারে যিনি ৩৭ রান দিয়েছিলেন। আর শেষ ওভারেই খেলা ঘুরিয়ে দেন একা হাতে। অস্ট্রেলিয়ার জয়ের জন্য় শেষ ওভারে দরকার ছিল মাত্র ১০ রান। কিন্তু অর্শদীপের মাপা লাইন-লেন্থের সামনে ম্য়াথিউ ওয়েড কিছু করতে পারেননি। মাত্র তিনটি রান দেন তিনি। অর্শদীপ ম্য়াচের শেষে অকপট ভাবে নিজের ভুল স্বীকার তো করলেনই। বলেও দিলেন যে, কী ভয় তাঁকে তাড়া করছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India Vs Australia: শেষে অসাধারণ অর্শদীপ, আগুনে মুকেশ, রুদ্ধশ্বাস জয় ভারতের


খেলার পর অর্শদীপ সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'দেখুন আমি ১৯ ওভার ধরেই ভেবে গিয়েছি যে, প্রচুর রান দিয়েছি, হয়তো আমিই কালপ্রিট হব। কিন্তু ভগবান আমাকে আরেকটা সুযোগ দিলেন। নিজের উপর বিশ্বাস ও ভগবানের আশীর্বাদেই রানটা ডিফেন্ড করতে পেরেছি। সকল স্টাফদেরও ধন্যবাদ। তাঁরা আমার উপর বিশ্বাস করেছিলেন। সত্যি বলতে শেষ ওভার করার আগে মাথায় কিছুই চলেনি। সূর্য ভাই এসে বলে, দেখো যা হওয়ার হয়ে গিয়েছে। কৃতিত্ব আমাদের ব্য়াটারদেরও। এরকম ট্রিকি উইকেটে ভালো রান করে দিয়েছে। অতিরিক্ত ১৫-২০ রান ওদের জন্য়ই এসেছে। আমার জন্য় সাদামাটা একটা সিরিজ। আমাকে আবার ভাবতে হবে। ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করতে হবে। এই সিরিজ থেকেই শিক্ষা নিয়েছি। বোলিংও খুব সাদামাটা করেছি। ভারতীয় দলের যে মান, তার সুবিচার করতে পারিনি। তবুও বলব আমি শিখলাম, ভুল শুধরে নিয়েই কামব্য়াক করব।' আপাতত হাতে গুনে সাতদিনের ব্রেক ভারতের টি২০ দলের। আগামী রবিবারই সূর্যকুমাররা নেমে পড়ছেন তিন ম্য়াচের টি২০ সিরিজ খেলতে। এবার মিশন দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ ডিসেম্বর ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ম্য়াচ।


আরও পড়ুন: EXPLAINED: নিয়োগের ২৪ ঘণ্টার মধ্য়েই বরখাস্ত! চরম কুকীর্তিই কি কাল হল সলমানের?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)