নিজস্ব প্রতিবেদন: এখনই ভারতীয় দলের কোচিং নিয়ে ভাবছেন না, সাফ জানালেন বাঁ হাতি বর্ষীয়ান বোলার আশিস নেহরা। "শাস্ত্রী এবং তাঁর দল ভাল কাজ করছে। ভরত অরুণের বাস্তব অভিজ্ঞতা প্রশংসনীয়। প্রস্তাব পেলে আমি আইপিএল কোচিং নিয়ে ভাবনা চিন্তা করব। তবে ২০১৯-এর আগে ভারতীয় দলের কোচ হওয়ার কথা ভাবছি না", কোচিং প্রশ্নে সাফ জবাব ভারতের তারকা বোলার আশিস নেহরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরিয়ানিকে খিচুরি বানিয়েছিল গ্রেগ চ্যাপেল, বিস্ফোরক মন্তব্য নেহরার


আইপিএল-এ ইতিমধ্যেই পাঁচ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের এই অভিজ্ঞ পেস বোলারের। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়রস ইন্ডিয়া, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলে ফেলেছেন বাঁ হাতি নেহরা। আইপিএলের এই অভিজ্ঞতাই এবার কোচিংয়ে কাজে লাগাতে চাইছেন বর্ষীয়ান বোলার। 


আরও পড়ুন-  ঠোঁটে নয়, বিরাটের দাপট মাঠে চান রাহুল


উল্লেখ্য, দিল্লিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলে দীর্ঘ দু'দশকের ক্রিকেট জীবনকে চিরবিদায় জানাবেন ৩৯ বছর বয়সী আশিস। আর তার আগে ফের একবার ভারত অধিনায়ক এবং কোচ নিয়ে প্রশংসা শোনা গেল তাঁর গলায়। নেহরা বলেন, "বিরাটের কোনও জ্ঞানের প্রয়োজন নেই। যেটা দরকার সেটা হল সহায়তা এবং সমর্থন। আর সেটাই করছে রবি"।