ওয়েব ডেস্ক: নবম আইপিএলে প্রথমবার জেগে উঠল বাঙালি। সৌজন্যে অশোক দিন্দা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পুনে রাইজিং সুপারজায়ান্টসের হয়ে সুযোগ পেয়েই ঝলসে উঠলেন বাংলার দিন্দা। প্রথম তিন ওভার বল করে একটা মেডেন, দশ রান দিয়ে তুলে নিলেন তিন-তিনটে উইকেট। শেষে চার ওভারে তেইশ রানে তিন উইকেট পান।


তাও কার কার উইকেট? ডেভিড ওযার্নার। এই আইপিএলে বিরাট কোহলি ছাড়া আর কেউ তাঁর থেকে ভালো খেলছেন, এখনও পর্য়ন্ত এই কথা বলা যাবে না। ওযার্নারকে 0 রানে ফিরিয়ে দেন তিনি। আদিত্য় তারেও শিকার দিন্দার। নমন ওঝাকে তো রীতিমতো বোল্ড করে দিলেন। সানরাইজার্স হাযদরাবাদকে যে এত কম রানে বেঁধে রাখা গেল, এটা অশোক দিন্দার দুর্দান্ত বোলিংয়ের কারণেই। 20 ওভারে আট উইকেট হারিযে 118 রান তোলে সানরাইজার্স। শিখর ধাওযান অপরাজিত থাকেন 56 রান করে।