নিজস্ব প্রতিনিধি- ভারতীয় ক্রিকেট মহলে যেন একটা ভীতির সঞ্চার হয়েছে কফি উইথ করণ শো-টা নিয়ে। হার্দিক পাণ্ডিয়া-কে এল রাহুল কফি উইথ করণ শো-তে গিয়ে বিস্তর বিতর্কে জড়িয়ে ফিরেছেন। মহিলাদের নিয়ে অশালীন মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল দুই ভারতীয় ক্রিকেটারকে। এমনকী, বিসিসিআই-এরও রোষের মুখে পড়তে হয়েছিল তাঁদের। সেই ঘটনার পর থেকে কফি উইথ করণ শো বন্ধের দাবিতেও সরব হয়েছিলেন অনেকে। তবে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও সেই শো নিয়ে ভারতীয় ক্রিকেটারদের ভীতি রয়েছে বলে দাবি করেন। তা নিয়ে মজা করতেও ছাড়েন না। এবারও এক ভক্ত সেটাই করতে চেয়েছিলেন। উল্টোদিকে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি কিন্তু ভক্তের সেই মজায় টললেন না। বরং বাউন্সার সামলালেন দৃঢ়তার সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কোপা আমেরিকায় ভাগ্য ফেরাতে জার্সি বদলে ফেলল মেসির আর্জেন্টিনা



যুজবেন্দ্র চাহালও কুলদীপ যাদব এখন ভারতীয় স্পিন বিভাগ সামলানোর দায়িত্বে। ফলে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না অশ্বিন। তবে কুলদীপ যাদব কিছুদিন আগে দাবি করেছিলেন, অশ্বিনকে বাদ দেওয়া হয়নি। আসলে ভারতীয় দল এই মুহূর্তে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। সে জন্য অশ্বিনকে বসতে হচ্ছে। তবে ভারতীয় সমর্থকদের একাংশ ওমন যুক্তি মানতে নারাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে শেষবার ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন অশ্বিন। ৬৫ টেস্ট ও ১১১টি একদিনের ম্যাচ ও ৪৬টি টি-২০ খেলা অশ্বিন আপাতত বিশ্রামে। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছিলেন অশ্বিন। সমর্থকরা তাঁকে যা খুশি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। আর সেই সুযোগে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, আপনি কি কফি উইথ করণ শো-তে যেতে চান কখনও? কোনও কথা না বাড়িয়ে সোজাসুজি 'অবশ্যই' বলে দেন অশ্বিন।