জি২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক বছর ধরে দুই মহাতারকার সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) তোলপাড়। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে সম্পর্ক ভাল নয়! দুই ম্যাচ উইনারের ইগোর লড়াইয়ের জন্য নাকি টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হচ্ছে! চলতি এশিয়া কাপ (Asia Cup 2022) দ্রুত ভুলে যেতে চাইবে ভারতীয় দল। প্রাপ্তি বলতে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ৭১তম শতরানের পর ১০১ রানে জয়। সেই ম্যাচের শেষে ফের ক্যামেরার সামনে এলেন 'কিং কোহলি' (King Kohli) তাঁর সঙ্গে ছিলেন 'হিটম্যান' (Hitman)। বিসিসিআই-র (BCCI) টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখাচ্ছে বিরাটের সাক্ষাৎকার নিচ্ছেন রোহিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাটকে ৭১তম শতরানের জন্য শুভেচ্ছা জানিয়ে শুদ্ধ হিন্দিতে রোহিত বলেন, '৭১তম শতরানের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা বিরাট। গোটা ভারতবর্ষ (শতরানের) অপেক্ষা করছিল এবং আমি নিশ্চিত আপনি নিজে সবার থেকে বেশি প্রতিক্ষায় ছিলেন। আপনার ইনিংসে মাঠে ভাল ফাঁকা খুজে বের করেন, সেখানে আপনি দারুণ শট খেলেন। নিজের ইনিংসের বিষয়ে আরেকটু কিছু বলুন। শতরানের পর কেমন অনুভব করছেন?' রোহিতের প্রশ্নের জবাবে বিরাট প্রথমেই মজা করে রোহিতের উদ্দেশে বলেন, 'প্রথমবার আমার সঙ্গে এত শুদ্ধ হিন্দিতে কথা বলছিস।' মন্তব্য শুনে হেসে উঠলেন 'হিটম্যান'। 



আরও পড়ুন: Ons Jabeur, US Open 2022 : উইম্বলডনের পর যুক্তরাষ্ট্র ওপেনেও 'আরব্য রজনী'! ফাইনালে জাবেউর, সামনে শিয়নটেক


আরও পড়ুন: Neeraj Chopra : ইতিহাস গড়ে কোন বিশেষ মানুষকে ধন্যবাদ জানালেন 'সোনার ছেলে'? জেনে নিন


এশিয়া কাপের আগে প্রায় ছয় সপ্তাহের ছুটি পেয়েছিলেন বিরাট। সেই সময় তিনি এক মাস ব্যাট ধরেননি। সেটা আগেই জানিয়েছিলেন। সেই সময়ের কথা ফের উঠে এল রোহিতের সঙ্গে আলোচনায়। বিরাট বলেন, 'অনেক দিন ব্যাট ছুঁইনি। এশিয়া কাপে ফিরে আসার পর আমার মাথা ঘুরছিল যে ব্যাট করতে হবে। তুমি এবং দল যে ভাবে আমার কঠিন সময়ে পাশে ছিলে, তাতে আমার মাথার উপর থেকে অনেকটা চাপ সরে গিয়েছিল। আমাকে শুধু ব্যাট করার দিকে নজর দিতে বলার জন্য অনেক ধন্যবাদ। এটা আমার জন্য খুব জরুরি ছিল। দলে ফিরে আমার মাথায় শুধু একটাই জিনিস ছিল। রান করতে হবে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি যদি ভাল খেলি সেটায় দলের জন্য লাভ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দুটি শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা খেলব। এমনকি বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই আমরা অস্ট্রেলিয়া পৌঁছে যাব। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে। সবমিলিয়ে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত।' 



রাজকীয় কামব্যাকের নেপথ্যে রয়েছেন রাহুল দ্রাবিড়। সেটাও জানাতে ভুলে যাননি বিরাট। ৭১টি শতরানের মালিক বলেন, 'তিন-চার দিন আগে কথা হচ্ছিল রাহুল ভাইয়ের সঙ্গে। কী ভাবে ইনিংস সাজাতে হবে তা নিয়ে কথা বলি আমরা। দলের জন্য যা যা প্রয়োজন তা এশিয়া কাপে করার কথা মাথায় ছিল আমার। আমি ভাবিইনি টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করব। এত দিন শতরান আসছিল না এবং সেটা যে টি-টোয়েন্টি ক্রিকেটে আসবে ভাবতেই পারিনি।' 


১৪ বছর ধরে দুই মহাতারকা টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন। বিরাট ছন্দে থাকলে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা বেশ ভাল জানেন রোহিত। তাই প্রাক্তন অধিনায়কের প্রতি বর্তমান অধিনায়কের বার্তা, 'তোমার সব থেকে বড় শক্তি হচ্ছে কাজের প্রতি নিষ্ঠা। যে কোনও পরিস্থিতিতে হাল না ছাড়া মনোভাব কাজ করে তোমার মধ্যে। এ বারের এশিয়া কাপের ইনিংসগুলোতে সেটা দেখা গিয়েছে। তোমার ইনিংস উদাহরণ হয়ে থাকবে যে, টি-টোয়েন্টি ক্রিকেট মানেই শুধু ছক্কা মারা নয়। আমি তোমাকে বহু বছর ধরে খেলতে দেখছি। বড় শট না খেলেও যে ইনিংস গড়া যায় সেটা প্রমাণ করে দিয়েছ তুমি।' শুনে বিরাটের জবাব ছিল, 'আমি তিন ধরনের ক্রিকেটেই খেলতে চাই। সব সময় ক্রিকেটীয় শট খেলার দিকেই নজর দিই আমি। যে কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেই মাথায় রেখেছি যে ছক্কা মারাটাই শেষ কথা নয়। আমি যে ছক্কা মারতে পারি না তা নয়, প্রয়োজন হলে সেটা মারি। কিন্তু ফিল্ডারদের মাঝে ফাঁক খুঁজে নেওয়াটাই আমার আসল শক্তি। টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট বাড়ানোর জন্য শুধুই যে ছক্কা মারতে হবে, সেটা নয়। রানে ফেরার জন্য এটা আমাকে খুব সাহায্য করেছে। উপভোগ করছি খেলাটা। মনে হচ্ছে নিজের ছন্দে ফিরে এসেছি।' 



১০২১ দিন ও ৮৪ টি আন্তর্জাতিক ইনিংসের পর এসেছে শতরান। আর এই ১০২১ দিনে রয়েছে হাজারও যন্ত্রণা। না পাওয়ার যন্ত্রণা। এ বার যেন সব পেয়েছির আনন্দ। এই ১০২১ দিনে কিছু ইনিংস শতরানের কাছাকাছি এসেও থেমে গিয়েছে। নিন্দুকরা তা মনে রাখেনি। শতরানকে মাপকাঠি হিসেবে দেখা হয়েছে। আজ সেই মাপকাঠি ছোঁয়ার আনন্দ। আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৭০ থেকে ৭১ করার জন্য প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছে। চলতি এশিয়া কাপে ভারতের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। প্রাপ্তি বলতে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাটের শতরান। দেশ এখন যেন তাঁর ব্যক্তিগত সাফল্যে মজে! 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)