নিজস্ব প্রতিবেদন: এশিয়ান গেমসে রোয়িংয়ে দুটি ব্রোঞ্জের পর এবার সোনা তুলে নিল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার পুরুষদের রোয়িংয়ের কোয়াডাপ্ট স্কাল এর ফাইনালে সোনা জিতল ভারতীয় দল। দলে ছিলেন সরণ সিং, দাত্তু বাবান ভোকানাল, ওম প্রকাশ ও সুখমিত সিং। ফাইনালে তারা ইন্দোনেশিয়াকে হারান। এনিয়ে এশিয়ান গেমসে রোয়িংয়ে দুবার সোনা জিতল ভারত। এর আগে ২০১০ সালে সিঙ্গলসে সোনা জেতেন বজরং লাল ঠাকুর।


আরও পড়ুন-কেরলকে কোনও অর্থ সাহা‌য্যের কথা ঘোষণা করা হয়নি, জানিয়ে দিল আমিরশাহি


এদিন ভারতের হয়ে রোয়িংয়ে প্রথম ব্রোঞ্জ জেতেন দুষ্মন্ত চৌহান। রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলসে তিনি ওই পদক তুলে নেন। এদিনই পুরুষদের রোয়িংরে ডাবলসে ব্রোঞ্জ জিতলেন রোহিত কুমার ও ভগবান দাস।



এখনও প‌র্যন্ত ভারতের ঘরে এল মোট ২১টি মেডল। এর মধ্যে সোনা ৫টি, ৪টি রুপো ও ১২টি ব্রোঞ্জ। পদকতালিকায় ভারতের স্থান এখন নবম।


আরও পড়ুন-বড়দের ‘ডিজিটাল রাজনীতির’ পাঠ পড়াবেন অভিষেক


বৃহস্পতিবার ভারতকে রুপো এনে দেন ১৫ বছরের শ্যুটার শার্দুল ভিহান। ভারতীয় দলে তিনি সর্বকনিষ্ঠ সদস্য। গতকালই বড়সড় ধাক্কা খায় ভারতের কাবাডি টিম। ভারতের পুরুষ দল পরাজিত হয় ইরানের কাছে।