নিজস্ব প্রতিবেদন : ১৮তম এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতলেন স্টার শুটার হিনা সাধু। ১০ মিটার এয়ার পিস্তলে মেডেল জেতেন তিনি। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে ১০টি মেডেল জিতল ভারত। 

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যোগ্যতা নির্ণায়ক পর্বে সপ্তম স্থানে ছিলেন হিনা সাধু। ফাইনালে নিজের পারফর্মেন্সের জোরে তৃতীয় স্থানে পৌঁছে যান তিনি। ফাইনালে হিনার স্কোর ছিল ২১৯.২। এই ইভেন্টে ২৩৭.৬ পয়েন্ট নিয়ে রুপো জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম মিন জুং। ইভেন্টে ২৪০.৩ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন চিনের কিয়াং বাং। 


এশিয়ান গেমসে বড়সড় সাফল্য, রোয়িংয়ে সোনা জিতল ভারত


এদিন মেইনস ডাবলস টেনিসে সোনা জেতেন ভারতের রোহন বোপান্না ও দিভিজ শরণ জুটি। কাজাক জুটিকে ফাইনালে ৬-৩, ৬-৪ সেটে হারান তাঁরা। এদিনের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ভারতীয় জুটি। 


প্রতিযোগিতার শেষ দিনে রোইংয়েও সোনা জেতে ভারত। কোয়াড্রুপল স্কালের দলগত ইভেন্টে সোনা জেতেন শরণ সিং, দত্তা ভুকানল, ওম প্রকাশ ও সুখমিত সিং।