নিজস্ব প্রতিবেদন: এশিয়ান গেমসে পুরুষদের ৮০০ মিটার দৌড়ে জোড়া পদক ভারতের। সোনা জিতলেন হরিয়ানার ছেলে মনজিত্ সিং। রুপো জিতলেন জিনসন জনসন। ১৯৬২ সালের পরে এই প্রথম এই ইভেন্টে ২টি পদক পেল ভারত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন ১.৪৬.১৫ সেকেন্ডে এদিন দৌড় শেষ করেন মনজিত্। যদিও মঙ্গলবারের ফাইনালে শুরুটা ধীরেই করেছিলেন মনজিত। শেষ ১০০ মিটারে বাজিমাত করেন তিনি। তাঁর গতির সামনে হার মানতে হয় বাকি সবাইকে। ষষ্ঠ ভারতীয় হিসাবে ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মনজিত্। 

রুপো জয়ী জিনসন জনসন যদিও বেশি পিছিয়ে ছিলেন না। ১.৪৬.৩৫ সেকেন্ডে রেস শেষ করেন তিনি।



হরিয়ানার ছেলে মনজিত দ্বাদশ শ্রেণিতেই প্রাতিষ্ঠানিক পড়াশুনোতে ইতি টেনে খেলাধুলায় মন দেন। এদিন তার ফল পেলেন হাতে নাতে। এদিন মনজিত্কে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর।