জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক টানাপোড়েনের পর এশিয়ান গেমসে (Asian Games 2023) খেলার ছাড়পত্র পেয়েছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। স্বভাবতই ভারতের আগমনে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমী তথা গোটা দেশ। কিন্তু ২২ জনের যে সম্ভাব্য দল প্রকাশ্যে এল, তা সমর্থকদের মুখে খুব একটা হাসি ফোটাতে পারল না। জানা গিয়েছে এআইএফএফ (AIFF) এশিয়ান গেমসের জন্য যে তালিকা তৈরি করেছে, তাতে নেই সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং বাকি দুই তারকা সতীর্থ সন্দেশ ঝিঙ্ঘান (Sandesh Jhingan) ও গুরপ্রীত সিং সান্ধুর (Gurpreet Singh Sandhu) নাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কেন? এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, পুরুষদের দলে ২৩ বছরের ঊর্ধ্বে মোট তিনজন ফুটবলার রাখা যাবে। মহিলাদের দলের ক্ষেত্রে অবশ্য এমন কোনও বাধ্যবাধকতা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) নিশ্চিত করেছিলেন যে ২৩ বছরের ঊর্ধ্বের তিন ফুটবলার হবেন সুনীল, গুরপ্রীত এবং সন্দেশ। কিন্তু এক সর্বভারতীয় ইংরাজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিনজনের নাম পাঠানো হচ্ছে না। অর্থাৎ তাঁদের ছাড়াই এশিয়াডে খেলবে ভারত। 


আরও পড়ুন: Indian Football Team: বিপক্ষকে বার্তা দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ইগর স্টিমাচ


আরও পড়ুন: FIFA World Cup 2026 Qualification: বিশ্বকাপের বাছাই পর্বে কঠিন গ্রুপে সুনীলের ভারত, সুনীলদের প্রতিপক্ষদের নাম জেনে নিন


ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে ক্রীড়ামন্ত্রক। ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসছে চিনে। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশ গ্রহণ নিয়ে ঘনিয়েছিল বিতর্ক। তবে সব জল্পনা কাটিয়ে ছাড়পত্র পেয়ে যায় ইগর স্টিমাচের দল। এশিয়ান গেমসে ফুটবলের যে গ্রুপ বিন্যাস হয়েছে, তাতে ভারতের সঙ্গে রয়েছে চিন, বাংলাদেশ ও মায়ানমার। তবে এবার দেখার সুনীল না খেললে, কার নেতৃত্বে দল নামান কোচ? 


শোনা যাচ্ছে, ফেডারেশনের তরফে নাকি তিন ফুটবলারের জন্য ‘অ্যাক্রেডিটেশন’ চাওয়া হয়েছে। অর্থাৎ ‘স্পেশ্যাল কেস’ হিসেবে তাঁরা যাতে এশিয়াডে উপস্থিত থাকতে পারেন, তার জন্য আয়োজকদের কাছ থেকে ছাড়পত্র চেয়েছে এআইএফএফ। কিন্তু প্রশ্ন উঠছে, ২২ জনের যে দলের নাম পাঠানো হয়েছে, সেখানে যদি সুনীল-সহ তিন তারকাকে না-ই রাখা হয়, তাহলে কেন ‘অ্যাক্রেডিটেশন’ চাওয়া হল? আর যদি তা পাওয়া যায়, সেক্ষেত্রে কি শেষ মুহূর্তে তাঁদের দলে ঢোকার সম্ভাবনা থাকতে পারে? সেটাই এখন দেখার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)