ওয়েব ডেস্ক: বিষাণ সিং বেদী ও চন্দ্রশেখরের নজির স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। বিয়াল্লিশ বছর পর আইসিসির বোলরাদের ক্রমতালিকায় এক ও দুই নম্বর স্থান পেলেন দুই ভারতীয় বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর অশ্বিন আইসিসির RANKING-এ শীর্ষ স্থান ধরে রাখলেন। আর শেষ টেস্টে দশ উইকেট নিয়ে ছেষট্টি পয়েন্ট বাড়িয়ে রবীন্দ্র জাদেজা দুই নম্বরে উঠে এলেন। জাদেজার দাবি ফিটনেসের জোরেই এই সাফল্য এসেছে।
                      


উনিশশো চুয়াত্তর সালে শেষবার দুই ভারতীয় বোলার আইসিসি RANKING-এ এক ও দুই নম্বর স্থান দখল করেছিলেন। তারাও ছিলেন দুই স্পিনার বিষেণ সিং বেদী ও ভাগবত চন্দ্রশেখর। আরও পড়ুন-'বিরাট' হওয়ার পিছনে ফ্লেচারের ভূমিকা সবথেকে বেশি, স্বীকার করলেন কোহলি